শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে হারানো লাখ লাখ কর্মসংস্থান ফিরিয়ে আনার অঙ্গীকার করলেন বাইডেন, হ্যারিস

রাশিদ রিয়াজ : [২] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন ইতিহাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই হোয়াইট হাউস ত্যাগ করছেন এত বিপুল পরিমান বেকারত্বের রেকর্ড নিয়ে। আধুনিক ইতিহাসে যা কোনো প্রেসিডেন্টের আমলেই ঘটেনি। যুক্তরাষ্ট্রের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন আমরা এখন অর্থনৈতিক সংকটে, ১৬ মিলিয়ন মার্কিন নাগরিক বেকার। সিএনএন

[৩] বাইডেনের সদ্য ঘোষিত রানিং মেট কমলা হ্যারিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন অযোগ্য নেতা হিসাবে উল্লেখ করে বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিভক্ত করে রেখেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের উইলমিংটনে তারা দুজনই তাদের নির্বাচনী প্রচারণার প্রথম অনুষ্ঠানটি একসাথে করেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বক্তব্যের জবাবে বলেন, কমলা তার নিজের নির্বাচনী লড়াইয়ে নুড়ি পাথরের মতো নিচে গড়িয়ে পড়বে।

[৪] কমলা হ্যারিস অর্থনৈতিক সংকটের জন্যে প্রেসিডেন্টের ট্রাম্পের অব্যবস্থাপনাকে দায়ী করে বলেন তার এই ব্যর্থতা আমাদের অর্থনৈতিক সংকটে ডুবিয়েছে। বারাক ওবামা ও জো বাইডেনের মত উত্তরসূরীর কাছ থেকে পাওয়া বিশাল অর্থনীতি ট্রাম্প মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন।

[৫] বাইডেন ও হ্যারিস দুজনেই বলেন যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েছে ৩ গুণ। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প শিল্পোন্নত জাতি হিসেবে যুক্তরাষ্ট্রের খ্যাতি ধূলায় মিশিয়ে দিয়েছেন। মার্কিন নাগরিকদের তিনি টুকরো টুকরো করে বিভক্ত করেছেন।

[৬] এই দুই ডেমোক্রেট নেতা নির্বাচনে জিতলে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজের পাশাপাশি দূষণমুক্ত জালানি বিপ্লব করার ওয়াদা করেন। বলেন স্বাস্থ্য বিমা সহ মানসিক স্বস্তিতে যাতে মার্কিনীরা মর্যাদাপূর্ণ জীবনযাত্রায় ফিরে আসতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়