সুজন কৈরী: [২] বুধবার পৃথক তিনটি অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চল।
[৩] উপ অঞ্চলের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, সকালে কর্ণফুলীর শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. জাহেরুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করা হয়।
[৪] এছাড়া কর্ণফুলীর সিডিএ আবাসিক মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাসির মিয়াকে আটক করা হয়।
[৫] অপর একটি অভিযান চালিয়ে বাকলিয়ার বদরুজ্জামান চত্বর এলাকা থেকে আইনুল হক (৪১) নামের এক জনকে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
[৬] আটক তিনজনের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেয়া সংশ্লিষ্ট সার্কেল পরিদর্শকরা বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করেছেন।