শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দশ লাখ কোভিড বেকার, মন্দায় ব্রিটেনে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা

রাশিদ রিয়াজ : [২] ব্রিটেনের সরকারি হিসেব বলছে ২০০৯ সালের পর এই প্রথম দেশটি অর্থনৈতিক মন্দার খপ্পরে পড়ছে। দ্বিতীয় ত্রৈমাসিকে ২০ শতাংশ সংকুচিত হয়েছে জিডিপি। প্রথম ত্রৈমাসিকেও অর্থনীতি সংকুচিত হয়েছিল তার আগের ত্রৈমাসিকের তুলনায় ২.২ শতাংশ। ডেইলি মেইল/মিরর

[৩] গত মার্চ থেকে জুলাই ৭ লাখ ৩০ হাজার জন কোম্পানির পে রোল থেকে বাদ পড়েছে। মার্চ থেকে জুন পর্যন্ত ২ লাখ ৩৮ হাজার মানুষ স্বকর্মসংস্থান থেকে ছিটকে গেছে। ব্যাংক অব ইংল্যান্ড বিপুল পরিমাণে সম্পত্তি ‘বাই ব্যাক’ করেছে। সেই সঙ্গে সুদের হার নামিয়ে এনেছে শূন্যে। তাতে অর্থনীতি গতি পাচ্ছে না।

[৪] বরিস জনসন বলছেন অর্থনীতির জন্যে আরো খারাপ মাস সামনের দিনগুলোতে অপেক্ষা করছে। তারপরও নির্মাণমূলক কাজের জন্যে শত সহস্র চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ কাজে যোগদান করতে পারে।

[৫] ব্রিটিশ পরিসংখ্যান অফিস বলছে স্বকর্মসংস্থান, খণ্ডকালীন চাকরিজীবী ও যাদের বয়স ৬৫ বছরের বেশি তারাই সবচেয়ে বেকার হয়ে পড়েছে। তরুণদের মধ্যে প্রতি সাতজনের মধ্যে একজন বেকার হয়ে গেছে যা কোভিড মহামারীর আগে ছিল পনের জনে একজন। চাকরি ধরে রাখার মত কোনো প্রকল্প ব্রিটিশ সরকার না নিলে বেকারত্ব পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। দেশটির সরকার ৯৫ লাখ বেকারকে ৩২ বিলিয়ন পাউন্ড বেকার ভাতা দিয়েছে। বেকারত্বের হার ৩.৯ শতাংশ অব্যাহত থাকলে এ ভাতা প্রদান আগামী অক্টোবরে বন্ধ হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়