শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজু চৌধুরী : [২]  চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন ব্রীজ ঘাট রোডস্থ ফিরিঙ্গি বাজার ১৬৮ নং ব্রীজ ঘাট এবং ডবলমুরিং থানাধীন হাজী পাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় উভয়ের কাছ থেকে মোট ১,২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৩] সোমবার (১০ আগস্ট) পৃথক দুটি অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান।

[৪] আটককৃত আসামিরা হলেন, মুহাম্মদ মনির উদ্দীন(২৬) চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা, চরফরিদ (আকমল বাদীর বাড়ি) এলাকার মোহাম্মদ নাজেরের ছেলে এবং আবুল কালাম (৫৪) চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানাধীন হাজী পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক এমদাদুল হক মিথুন এর সমন্বয়ে কোতোয়ালী সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক ও ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দুইটি রেইডিং টিম যথাক্রমে কোতোয়ালী থানাধীন ব্রীজ ঘাট রোডস্থ ফিরিঙ্গি বাজার ১৬৮ নং ব্রীজ ঘাট জননী স্টোরের সামনে অভিযান চালিয়ে আসামী মুহাম্মদ মনির উদ্দীনকে ৩০০( তিনশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় । পরে কোতোয়ালী সার্কেলর সহকারী উপ পরিদর্শক লুতফর রহমান বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

[৫] অপর আরেকটি অভিযানে ডবলমুরিং থানাধীন হাজী পাড়া এলাকার আবুল কালামের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা। পরে তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ডবলমুরিং থানায় অপর একটি নিয়মিত মামলা দায়ের করেন। উল্লেখ্য আসামি আবুল কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়