শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

কূটনৈতিক প্রতিবেদক : [২] অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, ৮ আগস্ট স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহাদুল ইসলামের মুক্তি দাবিতে বরগুনায় শান্তিপূর্ণ র‌্যালি ও মানববন্ধন করা হয়। কিন্তু স্থানীয় পুলিশ সহিংসতার আশ্রয় নিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

[৩] একই দিনে ছাত্রলীগের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সালেহ উদ্দিন সিফাতকে মেরে আশঙ্কাজনক অবস্থায় ফেলে যায়।

[৪] বাংলাদেশে ২০০৯ সাল থেকে গুরে ঘটনা বেড়েই চলছে, এটা হতাশাজনক। বিশেষ করে এতে টার্গেট করা হচ্ছে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী মত প্রকাশকারীদের।

[৫] অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্রতিশোধ নেয়ার আতঙ্ক ছাড়াই সমালোচকদের দৃষ্টিভঙ্গি প্রকাশের অনুমতি দিতে হবে । জরুরি ভিত্তিতে সম্প্রতি হামলাগুলোর তদন্ত করতে হবে।

[৬] প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এর মতে, ২০০৯ সাল থেকে ২০১৮ সালের মধ্যে কমপক্ষে ৫০৭ জন মানুষ গুমের শিকার হয়েছেন।

[৭] এর মধ্যে ৬২ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। জীবিত ফিরেছেন ২৮৬ জন। বাকি ১৫৯ জনের ভাগ্যে কি ঘটেছে তা অজানা।

[৮] জাকারিয়া বলেন, প্রতিশোধ নেয়ার ভয় ছাড়াই সমালোচনামুলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে দিতে হবে। সরকারের সমালোচনাকারী বলে বিবেচিত হলেই তাদের বিরুদ্ধে জোরপূর্বক গুম করার রীতি অবিলম্বে বন্ধ করতে হবে।

[৯] ২০১৯ সালেই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৩২টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ১৩২৫ জনকে। ২০২০ সালের প্রথম অর্ধেক সময়ে এই আইনে আটকের সংখ্যা ৫০০ অতিক্রম করেছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়