শিরোনাম
◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ◈ নির্বাচনী সমীকরণে সতর্ক বিএনপি, রাখছে বিকল্প প্রার্থী ◈ মাকে দেখতে রাতে এভারকেয়ারে তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম?

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌরভ গাঙ্গুলি আমার ক্যারিয়ারের সেরা প্রতিদ্বন্দ্বী: শোয়েব

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটের মাঠে ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ এক লড়াই। যখনই দুটি দল একে অপরের বিপক্ষে খেলত, ভক্তরা তাদের টেলিভিশন সেটগুলোর সামনে যেন শেকড় গেড়ে বসে পড়তো দুর্দান্ত ক্রিকেটীয় লড়াই উপভোগের জন্য।

[৩] দলের লড়াইয়ের সঙ্গে সঙ্গে লড়াই চলতো খেলোয়াড়দের ভেতরেও। শোয়েব আখতার বনাম শচীন টেন্ডুলকার। ওয়াসিম আকরাম বনাম সৌরভ গাঙ্গুলি। সাঈদ আনোয়ার বনাম জহির খান। অনিল কুম্বলে বনাম ইনজামাম-উল-হক। বীরেন্দ্র শেবাগ বনাম ওয়াকার ইউনিস।

[৪] ক্রিকেট এই দুই দলের প্রতিদ্ব›দ্বীতা আর তীব্র হয়ে উঠেছিল যখন সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হিসেবে ভারত দলের দায়িত্ব নেন। গাঙ্গুলি যখন অধিনায়কের ভূমিকা নিয়েছিলেন, তখন তিনি নিজের দলের মধ্যে কখনও কখনও হতাশ হয়ো না মনোভাব নিয়ে আসেন। আর এমনটার কারণেই সাবেক এই অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার।

[৫] সম্প্রতি নিজের ইন্সটাগ্রামের এক পোস্টে সৌরভের বেশ প্রশংসা করেছেন কিংবদন্তি এই পেসার। জানিয়েছেন সৌরভ দুর্দান্ত অধিনায়ক হবার পাশাপাশি তার (শোয়েব) ক্যারিয়ারে পাওয়া সেরা প্রতিদ্বন্দ্বী।

[৬] শোয়েব বলেন, আমি যেকোনো প্রতিপক্ষকে স্বাগত জানিয়েছি, কারণ আমি এর ভেতর দিয়ে লড়াই দেখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমার সবচেয়ে শক্ত প্রতিদ্ব›দ্বী ব্যক্তিটি হলেন সৌরভ গাঙ্গুলি। তিনি কেবল শক্ত প্রতিদ্ব›দ্বীই নন, দুর্দান্ত অধিনায়কও। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছি আমি, যা কিনা ছিল দুর্দান্ত এক অভিজ্ঞতা। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়