স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটের মাঠে ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ এক লড়াই। যখনই দুটি দল একে অপরের বিপক্ষে খেলত, ভক্তরা তাদের টেলিভিশন সেটগুলোর সামনে যেন শেকড় গেড়ে বসে পড়তো দুর্দান্ত ক্রিকেটীয় লড়াই উপভোগের জন্য।
[৩] দলের লড়াইয়ের সঙ্গে সঙ্গে লড়াই চলতো খেলোয়াড়দের ভেতরেও। শোয়েব আখতার বনাম শচীন টেন্ডুলকার। ওয়াসিম আকরাম বনাম সৌরভ গাঙ্গুলি। সাঈদ আনোয়ার বনাম জহির খান। অনিল কুম্বলে বনাম ইনজামাম-উল-হক। বীরেন্দ্র শেবাগ বনাম ওয়াকার ইউনিস।
[৪] ক্রিকেট এই দুই দলের প্রতিদ্ব›দ্বীতা আর তীব্র হয়ে উঠেছিল যখন সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হিসেবে ভারত দলের দায়িত্ব নেন। গাঙ্গুলি যখন অধিনায়কের ভূমিকা নিয়েছিলেন, তখন তিনি নিজের দলের মধ্যে কখনও কখনও হতাশ হয়ো না মনোভাব নিয়ে আসেন। আর এমনটার কারণেই সাবেক এই অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার।
[৫] সম্প্রতি নিজের ইন্সটাগ্রামের এক পোস্টে সৌরভের বেশ প্রশংসা করেছেন কিংবদন্তি এই পেসার। জানিয়েছেন সৌরভ দুর্দান্ত অধিনায়ক হবার পাশাপাশি তার (শোয়েব) ক্যারিয়ারে পাওয়া সেরা প্রতিদ্বন্দ্বী।
[৬] শোয়েব বলেন, আমি যেকোনো প্রতিপক্ষকে স্বাগত জানিয়েছি, কারণ আমি এর ভেতর দিয়ে লড়াই দেখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমার সবচেয়ে শক্ত প্রতিদ্ব›দ্বী ব্যক্তিটি হলেন সৌরভ গাঙ্গুলি। তিনি কেবল শক্ত প্রতিদ্ব›দ্বীই নন, দুর্দান্ত অধিনায়কও। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছি আমি, যা কিনা ছিল দুর্দান্ত এক অভিজ্ঞতা। - ক্রিকফ্রেঞ্জি