ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর মহাসড়কে লিমা ফিলিং স্টেশনের পাশে ঝিনাইদহ জেলার শেষ সীমানা জোড়া মাইল নামকস্থানে কালীগঞ্জ থেকে ছেড়ে আশা অয়ন নামক যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ার মৃত গোলাম মন্ডলের ছেলে মোলি মন্ডল (৬০)কে চাপা দেয়।
[৩] এঘটনায় মোলি মন্ডল ঘটনাস্থলে নিহত হয়েছে। খবর পেয়ে ঝিনাইদহ জেলাার মহেশপুর ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এবং মহাসড়কের এরিয়া স্থানটি ঝিনাইদহ জেলা সীমানায় মধ্যে পড়ায় মহেশপুর পুলিশ নিহত লাশটি উদ্ধার করে ঝিনাদহের মর্গে পাঠিয়েছে।
[৪] পুলিশ জানান মোলি মন্ডল রাস্তার পাশের জমিতে কাজ করছিল, ঐ সময় সে রাস্তার পাশে বসে ভাত খাচ্ছিল, এমতাবস্থায় কালীগঞ্জ থেকে ছেড়ে আশা অয়ন বাসটি একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে তাকে মোলি মন্ডলকে চাপা দেয়। এতেই সে ঘটনাস্থলে রাস্তায় পিষ্ট হয়ে মারা যায়। নিহতের শরীরের মাথা থেকে বুক পর্যন্ত সমস্ত অংশ পিষে গেছে, তার চেনার মত কোন আকৃতি নেই। সম্পাদনা: সাদেক আলী