আনিস তপন: [২] পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিকে সুষ্ঠ তদন্তের স্বার্থে আরো ৭ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে।
[৩] এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই প্রতিবেদকে জানান, তদন্ত কমিটির পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হলে তাতে আমি সম্মতি দিয়েছি। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
[৪] একই বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তদন্ত কমিটির পক্ষ থেকে আজই সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিয়েছি।