শিরোনাম
◈ গুম ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় পরবর্তী শুনানি ৩ ও ৭ ডিসেম্বর ◈ ঢাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় বড় পরিবর্তন: রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসছে, অমান্য করলেই স্বয়ংক্রিয় মামলা ◈ বিশ্বকাপের আগে ‘দুর্বল’ দেশগুলোকে নিয়ে সি‌রিজ ফুটবল আয়োজনে ফিফা ◈ ইং‌লিশ লি‌গে ন‌টিংহ‌্যা‌মের কা‌ছে পরা‌জিত লিভারপুল ◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনহা হত্যা: ওপেন চ্যালেঞ্জ ইলিয়াস কোবরার (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : এবার টেকনাফে সাবেক মেজর হত্যায় চলচ্চিত্রের খলনায়ক ইলিয়াস জড়িত থাকার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর যিনি প্রকাশ করেছেন তাকে চ্যালেঞ্জ করেছেন তিনি। তার দাবি, মেজর সিনহা হত্যার সঙ্গে জড়িত অভিযোগটি ভিত্তিহীন।

রোববার (৯ আগস্ট) দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, যিনি খরব প্রকাশ করেছেন তাকে চ্যালেঞ্জ করছি। সে পারলে আমাকে এ বিষয়ে একটি প্রমাণ দিয়ে দেখাক। কারণ এর সঙ্গে আমি জড়িত নই। আমি মেজর সিনহাকে চিনিও না।

সিনহা হত্যা নিয়ে ইলিয়াস কোবরা বলেন, ‘আমার কোনো বাগান বাড়ি নেই। আর আমার গ্রামের বাড়ি টেকনাফের নোয়াখালীতে। আর এ ঘটনাটি ঘটেছিল শাপলাপুরে। যে ভদ্রলোক প্রথম অনলাইনে নিউজটি করেছে, তার কাছে তো একটা প্রমাণ থাকা উচিত। মেজর সিনহাকে আমি জীবনে কখনো দেখিনি।

তিনি আরও বলেন, আমি গ্রামের বাড়ি নোয়াখালীতে কিছু সামাজিকমূলক কাজ করেছি। এই কাজ করতে গিয়ে একজনের বিরুদ্ধে মামলাও করেছি। যার কারণে ওই ব্যক্তি জেলও খেটেছেন। আমি মনে করি, এই কারণে আমাকে জড়ানো হচ্ছে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর সিনহা হত্যায় ইলিয়াস কোবরার সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন নানা কৌশলে সন্ধ্যা পর্যন্ত মেজর সিনহাকে তার পাহাড়ি গ্রামে রেখে দিয়েছেন। এছাড়া নিজের বাগান বাড়ি ঘুরিয়ে দেখার নামে ইলিয়াস কোবরা সেদিন বিকেলে সাড়ে ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সিনহাকে নিজ হেফাজতে রেখেছিলেন বলে অভিযোগ আছে।

সূত্র : সময় টিভি অলনাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়