শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনহা হত্যা: ওপেন চ্যালেঞ্জ ইলিয়াস কোবরার (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : এবার টেকনাফে সাবেক মেজর হত্যায় চলচ্চিত্রের খলনায়ক ইলিয়াস জড়িত থাকার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর যিনি প্রকাশ করেছেন তাকে চ্যালেঞ্জ করেছেন তিনি। তার দাবি, মেজর সিনহা হত্যার সঙ্গে জড়িত অভিযোগটি ভিত্তিহীন।

রোববার (৯ আগস্ট) দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, যিনি খরব প্রকাশ করেছেন তাকে চ্যালেঞ্জ করছি। সে পারলে আমাকে এ বিষয়ে একটি প্রমাণ দিয়ে দেখাক। কারণ এর সঙ্গে আমি জড়িত নই। আমি মেজর সিনহাকে চিনিও না।

সিনহা হত্যা নিয়ে ইলিয়াস কোবরা বলেন, ‘আমার কোনো বাগান বাড়ি নেই। আর আমার গ্রামের বাড়ি টেকনাফের নোয়াখালীতে। আর এ ঘটনাটি ঘটেছিল শাপলাপুরে। যে ভদ্রলোক প্রথম অনলাইনে নিউজটি করেছে, তার কাছে তো একটা প্রমাণ থাকা উচিত। মেজর সিনহাকে আমি জীবনে কখনো দেখিনি।

তিনি আরও বলেন, আমি গ্রামের বাড়ি নোয়াখালীতে কিছু সামাজিকমূলক কাজ করেছি। এই কাজ করতে গিয়ে একজনের বিরুদ্ধে মামলাও করেছি। যার কারণে ওই ব্যক্তি জেলও খেটেছেন। আমি মনে করি, এই কারণে আমাকে জড়ানো হচ্ছে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর সিনহা হত্যায় ইলিয়াস কোবরার সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন নানা কৌশলে সন্ধ্যা পর্যন্ত মেজর সিনহাকে তার পাহাড়ি গ্রামে রেখে দিয়েছেন। এছাড়া নিজের বাগান বাড়ি ঘুরিয়ে দেখার নামে ইলিয়াস কোবরা সেদিন বিকেলে সাড়ে ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সিনহাকে নিজ হেফাজতে রেখেছিলেন বলে অভিযোগ আছে।

সূত্র : সময় টিভি অলনাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়