জেরিন আহমেদ: [২] রবিবার সকালে পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এ বিষয়ে আদেশ জারি করেন। অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
[৩] ওসি মাইনুদ্দিনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বেড়া উপজেলার চার ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন ও পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের হাতে তুলে দেয়া, ঘুষ নিয়ে ভিজিডি কার্ডের চাল চুরির অভিযোগে অভিযুক্ত ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান কোরবান আলীর পক্ষে তদন্ত প্রতিবেদন দেয়া, চরমপন্থী সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া, কাজীরহাট ও নগরবাড়ী ঘাটে চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে।
[৪] পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আকতার জানান, রবিবার সকালে ওসি মাইনুদ্দিনকে অব্যাহতির নির্দেশ দেয়া হয়েছে। তবে, অব্যাহতির সুনির্দিষ্ট কারণ জানাতে রাজি হননি তিনি।
[৫] রূপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম উজ্জ্বল জানান, ওসি মাইনুদ্দিন নিজের ক্ষমতার দম্ভোক্তি করে কিছুই হবে না বলে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে বিষোদগারও করেন। এই বিতর্কিত ওসির অব্যাহতির খবরে স্থানীয়রা মিষ্টিও বিতরণ করেছেন।
[৬] সম্প্রতি সারা দেশে পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র।
[৭] তবে, বিষয়টি স্পর্শকাতর ও পুলিশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা।সূত্র: সময় টিভি, আরটিভি