লিহান লিমা: [৩] গত ২০ জুলাই দেশটির প্রেসিডেন্ট মাইকেল আউনকে বন্দরে আটকে থাকা ২,৭৫০টন অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে জানানো হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন। স্কাই নিউজ
[৩] নথিপত্রে দেখা গিয়েছে, ২০১৩ সাল থেকে বন্দরে এই কার্গো জাহাজটি পড়ে ছিলো। প্রেসিডেন্ট আউন পূর্ববর্তী প্রশাসনকে এই বিস্ফোরণের জন্য দোষারোপ করে বলেন, ৭ বছরে ১০ বার দেয়া হয় সতর্কবার্তা। ৭ বছর ধরে এগুলো এখানে পড়ে আাছে। তাদের বলা হয়েছিলো এগুলো ভয়ানক। আমি এই ঘটনার জন্য দায়ী নই। যখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি কি এগুলো সরানোর নির্দেশ ঠিকভাবে ফলোআপ করেছিলেন কি না? তখন তিনি বলেন, ‘একটি শীর্ষ দায়িত্বে থেকে আমি যখন একটি নথিকে উল্লেখ করে বলছি যা করার করুন, সেটি কি নির্দেশ নয়?’ রয়টার্স।
[৪] বিস্ফোরক তৈরি ও সার তৈরিতে ব্যবহৃত এই দাহ্য পদার্থগুলোর বিস্ফোরণে বৃহস্পতিবার প্রায় ১৫৪ জন নিহত হন, আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ, নিখোঁজ রয়েছেন প্রায় ৬০ জন। আল জাজিরা। সম্পাদনা: ইকবাল খান