শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোস্টনে বাংলাদেশি তরুণকে গুলির ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে গত মাসে বাংলাদেশি এক দোকানকর্মীকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বোস্টন পুলিশ। শুক্রবার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত স্টিফন স্যামুয়েলের (২৫) বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি ও হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার অভিযোগ আনা হয়েছে।

২৩ বছরের সিয়াম স্টুডেন্ট ভিসায় এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে আসেন। শিক্ষা শুরুর আগেই তিনি পরিবারের জন্য কিছু অর্থ পাঠাতে কাজ শুরু করেন।

‌১৪ জুলাই বোস্টনের রক্সবারিতে এম অ্যান্ড আর নামের একটি দোকানে কর্মরত অবস্থায় বন্দুক হাতে এক ব্যক্তি এসে নগদ অর্থ ও সিগারেট চায়। পুলিশ জানিয়েছে, সিয়াম সবকিছু দিলেও ওই ব্যক্তি তার মাথায় গুলি করে।

তানজিম সিয়াম নামের বাংলাদেশির উপর গত মাসে হামলা চালায় স্যামুয়েল। মাথায় দুটি গুলিবিদ্ধ সিয়াম এখনও কোমায় রয়েছেন। চিকিৎসকরা বেশ কয়েকবার তার পরিবারকে জানিয়েছেন, অবস্থান তেমন কোনও উন্নতি হচ্ছে না।

আহতের পরিবারের ঘনিষ্ঠ বোস্টন কনভেনিয়েন্স স্টোর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ বলেন, চিকিৎসকরা বলছেন সিয়ামের সেরে ওঠার সম্ভাবনা খুব কম। যন্ত্র লাগিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

সিয়ামের পরিবার এই সপ্তাহে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। বোস্টনে একটি বাংলাদেশি পরিবারের আতিথেয়তায় রয়েছেন তারা।

মোরশেদ আরও বলেন, আহতের পরিবার প্রচণ্ড মানসিক চাপ ও ট্রমার মধ্যে রয়েছেন। সিয়ামের কান্না থামাতেই পারছেন না

তিনি জানান, আগামী সপ্তাহে চিকিৎসকরা আবার বৈঠকে বসবেন। তখন তারা কঠিন সিদ্ধান্ত নিতে পারেন।

মোরশেদ আহত সিয়ামের জন্য অর্থ সংগ্রহের জন্য গোফান্ডমি ওয়েবসাইটে একটি পেজ খুলেছেন। এখন পর্যন্ত সেখান থেকে প্রায় ৭০ হাজার ডলার সংগৃহীত হয়েছে। তিনি বলেন, মানুষ প্রকৃতপক্ষে সহযোগিতা করছে। আশা করছি সিয়ামের পরিবারের জন্য ১ লাখ ডলার সংগ্রহ করা যাবে।

সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও এড মার্কির হস্তক্ষেপের কারণে শিগগিরই সিয়ামের পরিবার দ্রুত ভিসা পেয়েছেন বলে জানিয়েছেন হুমায়ুন মোরশেদ।

সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়