রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে ৭০৫ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
[৩] শুক্রবার (০৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক দেব প্রিয় দাশ এর নেতৃত্বে ২নং টিম চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ খোরশেদুল আলম (৩৪), পিতা-মৃঃ আলী মুছা, মাতা-রেজিয়া বেগম, সাং- ভোমরা (আলী মিয়া হাজির বাড়ী), থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।