সোহাগ হাসান: [২] সাংবাদিক জেহাদুল ইসলাম সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত।
[৩] গত ১৯ জুলাই সপরিবারে স্বেচ্ছায় করোনা পরীক্ষার জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠালে ২১ জুলাই সাংবাদিক জেহাদুল ও তার ৯ মাসের ছেলে জাইন আব্দুল্লাহর রিপোর্ট পজেটিভ আসে। পরে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে ঘরে থেকেই চিকিৎসা নেন। পরবর্তীতে ৩ আগষ্ট সোমবার দ্বিতীয় দফায় দুইজনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে ৬ আগষ্ট বৃহস্পতিবার তাদের ফলাফল নেগেটিভ আসে।
[৪] দীর্ঘ ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করে বাবা ও ছেলে দুজনই শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন এবং ৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনা জয় করার বিষয়টি সবাইকে জানান। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: মো. জাহিদুল ইসলাম নিশ্চিত করেন। সম্পাদনা: জেরিন আহমেদ