জাফর ওয়াজেদ: মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকার দেশজুড়ে দখলদার পাকিস্তানী হানাদার ও রাজাকারদের অব্যাহত গণহত্যার তালিকা প্রণয়নের জন্য জুন মাসে "গণহত্যা সেল"গঠন করে। কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে এই সেল প্রতিষ্ঠা করা হয়।প্রাথমিকভাবে দায়িত্বে ছিলেন মওদুদ আহমদ। পরে রাষ্ট্রদূত মি: ফাতেহ এবং মোমেন সাহেব দায়িত্ব নেন । প্রতিটি অন্চলের(zone-এর) কর্মকর্তাদের প্রতি নির্দেশ ছিলৌ তারা যেন তথ্য সংগ্রহ করেন। সাক্ষীসাবুদ প্রস্তুত রাখেন পরবর্তীকালে আদালতে ব্যবহারের জন্য। দেশের ভেতরে এবং বিভিন্ন ক্যাম্পে ঘুরে-ঘুরে
প্রচুর তথ্য,সাক্ষী সংগ্রহ করা হয়। ১৬ডিসেম্বরের পর এইসব তথ্যর ভিত্তিতে মামলা চালু করা হয়। ১৯৭৫এর পর ক্রমে এসব তথ্যাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
থেকে গায়েব হয়ে যায়। সেলের সংগে জড়িতরাও এ বিষয়ে কোন লেখা নামান নি। ফলে কাজের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ্য হয় নি। ফেসবুক থেকে