মিনহাজুল আবেদীন : [২] কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক এ যুগ্ম সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার নেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজীব হাসান।
[৩] তিনি বলেন, আজিজুর রহমানের কোভিড উপসর্গ ছিল। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই হেলিকপ্টারে ঢাকা নেয়া হবে।
[৪] মৌলভীবাজারের সিভিল সার্জন তৌওহিদ আহমদ বলেন, আমরা অফিসিয়ালি ফলাফল পাইনি তবে নিশ্চিত হয়েছি তিনি পজিটিভ। তাকে ঢাকা নেয়া হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি।
[৫] চিরকুমার আজিজুর রহমান সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের সদস্য ছিলেন। এ বছর তিনি স্বাধীনতা পুরস্করে ভূষিত হয়েছেন।