শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁর আবাদিয়া খাল খননে প্রাণ ফিরে পেয়েছে শত শত বিঘা ফসলি জমি

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : [২] নওগাঁর পত্নীতলা উপজেলায় জলাবদ্ধতা নিরসনে ও ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে বৃষ্টির পানিকে ধরে রাখতে আবাদিয়া খাল খনন করা হয়েছে। টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় ‘আবাদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) মাধ্যমে খাল খনন করা হয়। খাল খননের ফলে জলাবন্ধতা দূর হয়ে প্রাণ ফিরে পেয়েছে শত শত বিঘা ফসলি জমি। সুবিধা ভোগ করছেন, হাজারো কৃষক ও সমিতির সদস্যরা। সমিতির সদস্যসহ স্থানীয়রা আর্থসামাজিক ভাবে উন্নয়ন হবে এমন প্রত্যাশা সচেতনদের।

[৩] জানা গেছে, সরকারিভাবে নকশায় এটি খাল হিসেবে থাকলেও পূর্বে কখনো খনন না করায় ভরাট হয়ে যাওয়ায় ওই বিলের পানি নামতে পারতো না। গত ২০১৯-২০২০ অর্থ বছরে টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় ‘আবাদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির’ উদ্যোগে ২৫ সদস্য বিশিষ্ট ৭টি এলসিএস (লেবার কন্ট্রাক সোসাইটি) মাধ্যমে স্থানীয় এলজিইডি হতে খনন করা হয়েছে। গুপিনগর থেকে কঞ্চিনগর পর্যন্ত ২ হাজার ৮৫০ মিটার খাল খনন এবং চারটি রেফারেল লাইন (সনাক্তকরন চিহ্ন) তৈরি করায় খরচ হয়েছে ২৬ লাখ ৩২ হাজার ৬৫২ টাকা।

[৪] উপজেলার আবাদিয়া, পত্নীতলা, কল্যাণপুর, মহিমাপুর, গুপিনগর, চকআবদাল ও কঞ্চিপুকুরসহ কয়েকটি গ্রামের মানুষের চকআবদাল খালের পাশ দিয়ে প্রায় ৬’শ হেক্টরের মতো আবাদি জমি আছে। প্রতি বছর ইরি-বোরো মৌসুমে সামান্য বৃষ্টিতে পাকা ধান ডুবে যেত। এতে ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্থ হতেন কৃষক। জলাবদ্ধতা নিরসনে ও ভূগর্ভস্থ পানির চাপ কমাতে খাল করা হয়। এতে উপকৃত হচ্ছে হাজারো কৃষক ও খাল পাড়ের বাসিন্দারা। একদিকে খালের পানিতে হাঁস পালন করে বেকার যুবকরা যেমন স্বাবলম্বী হচ্ছে, তেমনি মাছ শিকার করে আমিষের চাহিদা পূরণ হচ্ছে।

[৫] মহিমাপুর গ্রামের হাঁস পালনকারী যুবক পিয়াজুল ইসলাম বলেন, খালে প্রায় ২‘শ হাঁস উন্মুক্তভাবে পালন করতে পারছেন। যেখান থেকে হাঁস শামুক ও মাছ খেতে পারছে। এতে তার খরচ অনেক কমে গেছে।

[৬] কৃষক সাইফুল ইসলাম বলেন, খালের পাশে তার ১৮ বিঘা জমি আছে। প্রতি বছর বোরো মৌসুমে ধান কাটার সময় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জমি একটু নিচু হওয়ায় অন্যান্য জমির পানি সেখানে জমা হয়ে যেত। কিন্তু খাল খননের পর এ বছর জমিতে আর জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এতে ভালোভাবে ধান কাটা মাড়াই করে ঘরে উঠাতে পেরেছেন। এছাড়া শ্যালো মেশিনের মাধ্যমে মাটির নিচ থেকে পানি উঠাতে গিয়ে খরচের পরিমাণটা বেশি পড়ত। এখন থেকে খালে জমা পানি দিয়ে জমিতে সেচ দিয়ে ফসল ফলানো সম্ভব।

[৭] পত্নীতলা ইউপি চেয়ারম্যান ও আবাদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আলহাজ মো. মোস্তাফা শাহ্ চৌধুরী বলেন, সমিতির পক্ষ থেকে প্রায় তিন কিলোমিটার খাল খনন করা হয়েছে। খাল খননের পর থেকে জমির জলাবদ্ধতা নিরসন হয়েছে। খালের জমা পানি দিয়ে কৃষকরা রবিশস্যের আবাদ করতে পারবেন। মাছ চাষ করে সমিতির সদস্যরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

[৮] পত্নীতলা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সৈকত দাস বলেন, ইতোপূর্বে কখনো খালটি খনন না করায় পলি মাটি জমে ভরাট হয়ে ছিলো। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসলের ক্ষতি হতো। ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে বৃষ্টির পানিকে ধরে রাখতে এবং জলাবদ্ধতা নিরসনে খালটি খনন করা হয়েছে। এ পানি দিয়ে ফসল ফলানো সহ ‘মাছ চাষ ও হাঁস পালন’ করে সমিতির সদস্যরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

[৯] স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুল আলম বলেন, জেলা যেসব সমিতি আছে তাদের র্আথসামাজিক উন্নয়নের জন্য খাল খনন করা হয় । খাল খনন করলে সমিতির সদস্য কৃষকরা মাছ, সবজী চাষ, জলাবন্ধতা। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়