মিনহাজুল আবেদীন : [২] ১৮ দিন কোভিড-১৯ সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে কাজে ফিরেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হাসিবুল আলম। মঙ্গলবার রাতে তিনি কর্মস্থলে যোগ দেন।
[৩] সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. ওহেদুজ্জামান বলেন, গত ৩১ জুলাই শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে এসপি হাসিবুল আলমের নমুনা পরীক্ষা হয়। ফলাফলে তার শরীরে কোভিড নেগেটিভ আসে। তবে এর আগে গত ১৭ জুলাই সপরিবারে কোভিডে আক্রান্ত হন তিনি।