শিরোনাম
◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপত্তিকর ভিডিও প্রচার ও চাঁদা আদায়কারী চক্রের ৪ সদস্য আটক

সুজন কৈরী : [২] আটকরা হলেন- ফিরোজ মল্লিক (২১), পারভীন আক্তার সাথী (২৭), রবি হাসান রানা (১৯) ও লাবিবা আক্তার (২১)।

[৩] ফরিদপুরের কোতয়ালী এবং সালথা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করে র‌্যাব-৮ এর সিপিসি-২ ক্যাম্প।

[৪] র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, স্থানীয় একজন আইনজীবী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন যে, একজন স্থানীয় ভুক্তভোগী তার নামে হওয়া একটি মামলা পরিচালনার আলোচনার জন্য তার বাসায় যেতে বলেন। আইনজীবী তাকে তার চেম্বারে আসতে বলেন। বিষয়টি গোপনীয় ও পারিবারিক বলে চেম্বারে আলোচনা করা সম্ভব নয় বলে আইনজীবীকে তার বাসায় যেতে অনুরোধ করেন। আইনজীবী সরল বিশ^াসে তার বাসায় যান। তখন তার বাসায় ভুক্তভোগী ছাড়াও আরও একজন মহিলা উপস্থিত ছিল। পরে বাসায় হঠাৎ চারজন যুবক লোহার রড ও চাপাতিসহ প্রবেশ করে এবং জোর করে একজন মহিলার সাথে আপক্তিকর ছবি তুলে রাখে। পরে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

[৫] অভিযোগ পাওয়ার পর র‌্যাব ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আটক করা দুই নারীসহ চারজনকে। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় চাঁদাবাজি ও পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা মুলত একটি প্রতারক চক্র। কখনও প্রেমের অভিনয় আবার কখনও কাজের কথা বলে তারা বিভিন্ন সময় পুরুষদের বাসায় ডাকে এবং অন্যান্য সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ছবি তুলে রাখে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। চক্রের অন্য সদস্যদের আটকের জন্য অভিযান চলছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়