শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপত্তিকর ভিডিও প্রচার ও চাঁদা আদায়কারী চক্রের ৪ সদস্য আটক

সুজন কৈরী : [২] আটকরা হলেন- ফিরোজ মল্লিক (২১), পারভীন আক্তার সাথী (২৭), রবি হাসান রানা (১৯) ও লাবিবা আক্তার (২১)।

[৩] ফরিদপুরের কোতয়ালী এবং সালথা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করে র‌্যাব-৮ এর সিপিসি-২ ক্যাম্প।

[৪] র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, স্থানীয় একজন আইনজীবী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন যে, একজন স্থানীয় ভুক্তভোগী তার নামে হওয়া একটি মামলা পরিচালনার আলোচনার জন্য তার বাসায় যেতে বলেন। আইনজীবী তাকে তার চেম্বারে আসতে বলেন। বিষয়টি গোপনীয় ও পারিবারিক বলে চেম্বারে আলোচনা করা সম্ভব নয় বলে আইনজীবীকে তার বাসায় যেতে অনুরোধ করেন। আইনজীবী সরল বিশ^াসে তার বাসায় যান। তখন তার বাসায় ভুক্তভোগী ছাড়াও আরও একজন মহিলা উপস্থিত ছিল। পরে বাসায় হঠাৎ চারজন যুবক লোহার রড ও চাপাতিসহ প্রবেশ করে এবং জোর করে একজন মহিলার সাথে আপক্তিকর ছবি তুলে রাখে। পরে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

[৫] অভিযোগ পাওয়ার পর র‌্যাব ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আটক করা দুই নারীসহ চারজনকে। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় চাঁদাবাজি ও পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা মুলত একটি প্রতারক চক্র। কখনও প্রেমের অভিনয় আবার কখনও কাজের কথা বলে তারা বিভিন্ন সময় পুরুষদের বাসায় ডাকে এবং অন্যান্য সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ছবি তুলে রাখে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। চক্রের অন্য সদস্যদের আটকের জন্য অভিযান চলছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়