শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপত্তিকর ভিডিও প্রচার ও চাঁদা আদায়কারী চক্রের ৪ সদস্য আটক

সুজন কৈরী : [২] আটকরা হলেন- ফিরোজ মল্লিক (২১), পারভীন আক্তার সাথী (২৭), রবি হাসান রানা (১৯) ও লাবিবা আক্তার (২১)।

[৩] ফরিদপুরের কোতয়ালী এবং সালথা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করে র‌্যাব-৮ এর সিপিসি-২ ক্যাম্প।

[৪] র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, স্থানীয় একজন আইনজীবী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন যে, একজন স্থানীয় ভুক্তভোগী তার নামে হওয়া একটি মামলা পরিচালনার আলোচনার জন্য তার বাসায় যেতে বলেন। আইনজীবী তাকে তার চেম্বারে আসতে বলেন। বিষয়টি গোপনীয় ও পারিবারিক বলে চেম্বারে আলোচনা করা সম্ভব নয় বলে আইনজীবীকে তার বাসায় যেতে অনুরোধ করেন। আইনজীবী সরল বিশ^াসে তার বাসায় যান। তখন তার বাসায় ভুক্তভোগী ছাড়াও আরও একজন মহিলা উপস্থিত ছিল। পরে বাসায় হঠাৎ চারজন যুবক লোহার রড ও চাপাতিসহ প্রবেশ করে এবং জোর করে একজন মহিলার সাথে আপক্তিকর ছবি তুলে রাখে। পরে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

[৫] অভিযোগ পাওয়ার পর র‌্যাব ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আটক করা দুই নারীসহ চারজনকে। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় চাঁদাবাজি ও পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা মুলত একটি প্রতারক চক্র। কখনও প্রেমের অভিনয় আবার কখনও কাজের কথা বলে তারা বিভিন্ন সময় পুরুষদের বাসায় ডাকে এবং অন্যান্য সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ছবি তুলে রাখে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। চক্রের অন্য সদস্যদের আটকের জন্য অভিযান চলছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়