মুহাম্মদ দেলোয়ার: [২] চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে পুড়ল ৫ বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
[৩] গতকাল সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
[৪] আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণ আনার আগে আজম খাঁন,আইয়ুব খাঁন, আলী আহমদ, ছালেহ আহমদ ও তোফায়েল আহমদের কাঁচা বসতঘর পুড়ে যায়।
[৫] এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশেন কর্মকর্তা আবু বকর ছিদ্দিকী বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা যায়। সম্পাদনা: সাদেক আলী