আসাদুজ্জামান বাবুল: [২] জেলায় এ নিয়ে মোট আক্রান্ত ১৬৭৩ জন-সুস্থ হয়েছে ১১৯৭জন।
[৩] অপরদিকে জেলায় নতুন করে আরো ১৬ জন সুস্থ হয়েছে আজ। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলো ১১৯৭ জন। অন্যদিকে, করোনা ও করোনা উপস্বর্গ নিয়ে জেলায় মোট মারা গেছে ৫১ জন। এরমধ্যে করোনায় ২৮ জন ও করোনা উপস্বর্গ নিয়ে মারা গেছে ২৩ জন।