শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোদীর দ্বারস্থ সুশান্তের পরিবার, রিয়াকে খুঁজছে বিহার পুলিশ

মুসফিরাহ হাবীব : [২] বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুকাণ্ডে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছে তার পরিবার। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন সুশান্তের বোন শ্বেতা সিংহ। তার আবেদন, প্রধানমন্ত্রী মোদী যেন হস্তক্ষেপ করে সুশান্তকে ন্যায় বিচার পেতে সাহায্য করেন।

[৩] ভারতীয় বিচারব্যবস্থার প্রতি যে তার অগাধ আস্থা রয়েছে, সে কথাও সোশ্যাল মিডিয়ায় ওই চিঠিতে জানান শ্বেতা। টুইটারে তিনি লেখেন, “আমরা এবং আপনি (নরেন্দ্র মোদী), খুব সাধারণ পরিবার থেকে আজ এ জায়গায় পৌঁছেছি। আমার ভাইয়ের কোনও গডফাদার ছিল না। এখনও নেই। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি নিজে গোটা ব্যাপারে হস্তক্ষেপ করুন। আমরা ন্যায় বিচার চাই।”

[৪] অন্যদিকে, সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সন্ধান মিলছে না, তাকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা চলছে। শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে এমন কথাই জানিয়েছেন বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। পাশাপাশি সিবিআই তদন্তের ব্যাপারে তিনি সাফ জানিয়েছেন, আমরা এর বিরোধিতা করছি। সত্য উদ্ঘাটনের ক্ষমতা বিহার পুলিশের রয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।

[৫] পাণ্ডে আরও বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত রিয়াকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।গত তিনদিনে সুশান্তর আত্মহত্যার ঘটনায় অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে ছাড়াও বন্ধু মহেশ শেট্টি, বোন নিতু সিংহ এবং পরিচারকক ও চিকিৎসকসহ মোট ছয়জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। শনিবার বয়ান রেকর্ড করা হয় পরিচালক রুমি জাফরির। রিয়া এবং সুশান্তকে নিয়ে একটি ছবি পরিচালনা করার কথা ছিল রুমির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়