শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির নামে মামলা করেছে আইনজীবি, দাবি উঠলো গ্রেপ্তারের

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বাড়িতেই শরীরচর্চা করে ফিট থাকতে হচ্ছে তাকে। দলের সঙ্গে কবে অনুশীলনে নামতে পারবেন, এখনও ঠিক নেই।

[৩] প্রায় পাঁচ মাস বাইশ গজে ব্যাট হাতে খেলতে না পারার হতাশাও রয়েছে তার মধ্যে। এরই মধ্যে ভারত অধিনায়কের বিরুদ্ধে সোজা আদালতের গিয়ে মামলা ঠুকে দিলেন এক আইনজীবী। মাদ্রাজ হাইকোর্টে মামলা করা হলো তার নামে। এমনকি বিরাট কোহলিকে গ্রেপ্তারের দাবিও উঠে গেলো।

[৪] লকডাউনের মধ্যেই কী এমন ‘অপরাধ’ করে বসলেন কোহলি? আসলে গ্যাম্বলিং তথা জুয়ার বিজ্ঞাপনে দেখা গেছে টিম ইন্ডিয়ার অধিনায়ককে। ঠিক এখানেই আপত্তি তুলেছেন চেন্নাইয়ের এক আইনজীবী।

[৫] সেই আইনজীবীর দাবি, এ সমস্ত বিজ্ঞাপন দেখে জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে যুব প্রজন্ম। তার ওপর এ ধরনের বিজ্ঞাপনে বিরাটের মতো ক্রিকেটার কিংবা তামান্নার মতো অভিনেত্রীকে দেখা যাচ্ছে। ফলে জুয়ার প্রতি আকর্ষণ দ্বিগুণ হচ্ছে তরুণ-তরুণীদের।

[৬] অনেকেরই মনে হচ্ছে প্রিয় তারকারা এর প্রচার করছেন মানে, বিষয়টি খারাপ হতেই পারে না। তাছাড়া এসব গেমের জন্য বাড়ির বাইরে বেরনোরও প্রয়োজন হচ্ছে না। পুরোটাই অনলাইনে। তাই আইনজীবীর আবেদন, যত দ্রyত সম্ভব জুয়ার সমস্ত অ্যাপ যেন নিষিদ্ধ করে দেওয়া হয় ভারত থেকে।

[৭] এখানেই থামেননি তিনি। একই সঙ্গে আদালতকে অনুরোধ জানিয়েছেন, জুয়া খেলার প্রচার করার অভিযোগে কোহলি এবং অভিনেত্রী তামান্নাকে গ্রেপ্তার করা উচিত।

[৮] বিষয়টি যে কতখানি ক্ষতিকর, তার উদাহরণও তুলে ধরেন সেই আইনজীবী। জানালেন, এই অনলাইন জুয়া খেলার জন্য এক তরুণ প্রচুর টাকা ধার নিয়েছিল; কিন্তু শেষমেশ তা শোধ করতে না পারায় আত্মঘাতি হয়। তাই তিনি চান, আদালতে এর উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তই নিক। মামলার শুনানি আগামী মঙ্গলবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়