শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোনোদিন আমার ঝুলন্ত দেহ পাওয়া গেলে জানবেন আত্মহত্যা করিনি: কঙ্গনা

মুসফিরাহ হাবীব: [২] বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই স্যোশাল মিডিয়ায় যুদ্ধে সামিল কঙ্গনা রানাওয়াত। বারবারই তিনি দাবি করে এসেছেন যে, সুশান্তকে বলিউডের প্রভাবাশালীরা মিলে ঠান্ডা মাথায় খুন করেছে। মৃত্যু তদন্তে সিবিআই হস্তক্ষেপও চেয়েছেন তিনি।

[৩] এবার কঙ্গনার মনের কথা নিয়ে তার ডিজিটাল টিম সুশান্তের আত্মহত্যার আগের দিন রাতের পার্টিতে বড় একজন কেউকেটা উপস্থিত থাকার বার্তা দিয়েছে। কঙ্গনার কথার ইঙ্গিত তুলে ধরে তার ডিজিটাল টিমের টুইটরে বলা হয়েছে, এক রাজনৈতিক সূত্র মারফত খবর যে, সবাই সেই ব্যক্তির নাম জানেন, কিন্তু কারও সাহস নেই তার নাম সামনে আনার। কঙ্গনার সেই সাহস রয়েছে, তিনিই পারবেন ওই বড় প্রভাবশালী ব্যক্তির নাম সামনে নিয়ে আসতে।

[৪] এরপরই কঙ্গনা জানিয়েছেন, যদি তাকে এরপর নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তবে সবাই যেন এটাকে আত্মহত্যা বলে মনে না করে। কঙ্গনার টিম টুইটে বলেছে, '‌সবাই জানেন, কিন্তু কেউ তার নাম নিতে চাইছেন না। খ্যাতিমান পরিচালক করণ জোহরের প্রিয় বন্ধু ও বিশ্বের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর ছেলে, সবাই তাকে ভালোবেসে বেবি পেঙ্গুইন বলে ডাকেন। কঙ্গনা বলেন, “আমাকে যদি কোনওদিন ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, দয়া করে জানবেন আমি আত্মহত্যা করিনি।”

[৫] কঙ্গনা রানাউতের সঙ্গে বলিউডের সংঘর্ষ বহুদিনের। তবে তা নতুনভাবে চাড়া দিয়েছে সুশান্ত সিংয়ের মৃত্যুর পর থেকেই। তিনি একটি সংবাদমাধ্যমে সাক্ষাতকারের সময় সুশান্তের মৃত্যুর জন্য কিছু এ–তালিকাভুক্ত বলিউড অভিনেতাদের ওপর অভিযোগ তুলেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়