শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঈদের রাতেই আসছে আরজে ফাহাদের ভৌতিক ওয়েব ফিল্ম ‘রোড নং-২৩’

এসআই রাজ : [২] ওয়েব ফিল্মটি ঈদের রাতে ঠিক ১২:০১ মিনিটে অবমুক্ত হবে। সত্য ঘটনা অবলম্বনে হোয়াট দা ফিল্মসের সার্বিক সহযোগিতায় তৈরি হচ্ছে এই ‘রোড নং-২৩’।

[৩] ওয়েব ফিল্মটি প্রযোজনার মাধ্যমে ছোট পর্দায় নাম লেখালেন সময়ের জনপ্রিয় অভিনেতী তানাজ রিয়া। নিজের ইউটিউব চ্যানেল ‘সুপার তানাজ ৭৭’- এ মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্মটি।

[৪] জানা যায়, বেসরকারি একটি রেডিও (এফএম)-এর জনপ্রিয় আরজে ফাহাদ কোনো এক পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘রোড নং-২৩’।

[৫] আরজে ফাহাদ বলেন, প্রায় ৩ বছর ধরেই ছায়ার সাথে সরাসরি সম্পৃক্ত। সেই সুবাদে শো-এর বিভিন্ন অতিথিদের মাধ্যমে এই দেশের নানা ভৌতিক ঘটনা শোনা। পাশাপাশি ছায়ার আরজে হওয়ায় বন্ধুমহলের আড্ডাতেও জমে উঠে প্রায়ই ভৌতিক ঘটনা। সেখান থেকেই স্টোরিলাইন টি পাওয়া। মূল ঘটনাটা অনেক বড় এবং ভয়ানক। আমরা শুরুর একটা অংশ উপস্থাপন করার চেষ্টা করেছি এই ওয়েব ফিল্মটিতে।

[৬] দর্শকপ্রিয়তা পেলে ‘রোড নং-২৩’এর পুরো ঘটনাটা পর্ব অনুযায়ী নির্মাণ করা হবে বলে জানান আরজে ফাহাদ।

[৭] ইতোমধ্যে ‘রোড নং-২৩’ অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়েছে। এতে অভিনয় করেছে তানাজ রিয়া, আরিশা এবং সুপারক্যাট- ইলি।

[৮] সুপারক্যাট ইলির বিষয়ে ফাহাদ বলেন, ইলি একটি বিড়াল। আমরা ভেবেছিলাম ইলিকে নিয়ে কাজ করলে হয়তো কষ্ট হবে। কিন্তু ইলি সত্যি চমৎকার অভিনয় করেছে।

[৯] অভিনেত্রী তানাজ জানান, ঢাকার একটি পরিবারের ভৌতিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। তবে এর বেশি কিছু এখন বলতে চাই না। চমক হিসাবে রাখতে চাই ।

[১০] উল্লেখ্য, ‘রোড নং-২৩’ এর নির্মাতা মাজেদীস শাহীদ ফাহাদ ২০০৪ সালে মোরশেদুল ইসলাম নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের জনপ্রিয় ছবি ‘দূরত্ব’ এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়