শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন ঈদের নামাজ আদায়ের নিয়ম

অনলাইন ডেস্ক : আগামীকাল শনিবার সারাদেশে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। নামাজ আদায়ের পর পশু কোরবানির মধ্যদিয়ে এই ইবাদত পালন করা হবে। বছরে দুইবার ঈদের নামাজ পড়তে হয়- ঈদুল ফিতর ও ঈদুল আজহা। অন্য নামাজের চেয়ে কিছুটা ব্যতিক্রম হওয়ায় দীর্ঘ সময় পর অনেকেই ঈদের নামাজের নিয়মগুলো ভুলে যায়।

আসুন জেনে নেই ঈদের নামাজের নিয়ম:

ঈদের নামাজ দুই রাকাত যা আদায় করা ওয়াজিব এবং জামাতের সঙ্গে আদায় করতে হয়। ঈদের দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির (আল্লাহু আকবার) দিতে হয়।

প্রথম রাকাত

প্রথমেই তাকবিরে তাহরিমা- ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত বাঁধতে হয়। এরপর অন্য নামাজের মতো ছানা পড়বে।

তারপর ইমামের উচ্চস্বরে তাকবির বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরাও তাকবির বলবেন। প্রথম ও দ্বিতীয় তাকবির বলার সময় উভয় হাত কান বরাবর উঠিয়ে ছেড়ে দেবেন। তৃতীয় তাকবিরের সময় উভয় হাত কান বরাবর উঠিয়ে না ছেড়ে হাত বাঁধবেন।

এরপর ইমাম সাহেব সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলিয়ে রুকু, সিজদা করবেন; মুসল্লিরাও ইমামের সঙ্গ রুকু সিজদা করবেন।

দ্বিতীয় রাকাত

ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ও অন্য সুরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দেবেন। এই তিন তাকবিরের সময়ও হাত ছেড়ে দিতে হয়।

অতঃপর রুকু-সিজদা করার পর অন্যান্য নামাজের মতোই সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করবেন।

নামাজ শেষ করার পর ইমাম খুতবা দেবেন। খুতবা শোনা নামাজের মতোই ওয়াজিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়