শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিএল কান্ড নিয়ে নাফিস মিথ্যা বলেছে: আশরাফুল

নিজস্ব প্রতিবেদক : [২] কদিন আগে নিজের ফেসইবুক পেজে ‘আইসিএল দ্য আন্টোল্ড ট্রুথ শিরোনামে’ ভিডিও আপলোড করেন শাহরিয়ার নাফিস। যেখানে তিনি বলেন, আইসিএলে খেলতে গেলে যে নিষেধাজ্ঞা পেতে হবে এমনটা তিনি জানতেন না।

[৩] নাফিসের ভাষ্য ছিল, ‘আমরা যখন আইসিএলে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, ঐ মুহূর্তে কোনো দেশের ক্রিকেট বোর্ডই আইসিএলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি। বাংলাদেশ, ভারত বা আইসিসি- কেউই এটিকে নিষিদ্ধ করেনি। হ্যাঁ আইসিসি এটাকে স্বীকৃতি দেয়নি, এটি তখন অস্বীকৃত একটি টুর্নামেন্ট ছিল।’

[৪] ‘এ জিনিসটা আমার মাথায় ছিল যে, নিষিদ্ধ টুর্নামেন্ট এবং অস্বীকৃত টুর্নামেন্টের মধ্যে পার্থক্য আছে। উদাহরণ হিসেবে বলা যায়, দেশে বিসিবির অধীনে হয় ঢাকা প্রিমিয়ার লিগ। এর বাইরে আমরা অনেক খ্যাপ খেলতে যাই বিভিন্ন বিভাগীয় শহরে। সেগুলো কিন্তু স্বীকৃত নয়। আবার নিষিদ্ধও নয়। তো যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিএলকে নিষিদ্ধ করেনি, তাই ক্যারিয়ার শেষ হয়ে যাবে বা বাংলাদেশ জাতীয় দলে আর খেলতে পারব না- এমন চিন্তা কখনও মাথায়ই আসেনি।’

[৫] সম্প্রতি ফেইসবুক পেজে এক লাইভে আসেন আশরাফুল। সেখানে উপস্থাপক তাকে, শাহরিয়ার নাফিসের এমন কথা বলা প্রসঙ্গে জানতে চান। আশরাফুল জানান এমন কথা সত্য নয়। বরং সব জেনেই আইসিএলে গিয়েছিলেন তারা।

[৬] সেকারণে কিন্তু সবাইকে বলা হয়েছিল যদি তোমরা যাও তবে কিন্তু আর বাংলাদেশ দলে খেলা হবেনা। তোমাকে এখানে বাদ দিয়েই কিন্তু যেতে হবে। রিটায়ারম্যান্ট লেটারও কিন্তু জমা দিতে হয়েছিল। তো তারা কিভাবে জানতোনা এই জিনিসটা আসলে আমি ক্লিয়ার না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়