শিরোনাম
◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন; বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা ◈ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না’—অর্থ উপদেষ্টা ◈ নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক: প্রধান উপদেষ্টা  ◈ দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে, কাঠামো বদলাতে সময় লাগবে—দুদক চেয়ারম্যান (ভিডিও) ◈ সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশু তফসিল: ইসি ◈ এক লাখ ঝুলে থাকা আবেদন নিষ্পত্তি—ভেরিফিকেশন বাতিলে গতি ফিরেছে পাসপোর্টে

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিএল কান্ড নিয়ে নাফিস মিথ্যা বলেছে: আশরাফুল

নিজস্ব প্রতিবেদক : [২] কদিন আগে নিজের ফেসইবুক পেজে ‘আইসিএল দ্য আন্টোল্ড ট্রুথ শিরোনামে’ ভিডিও আপলোড করেন শাহরিয়ার নাফিস। যেখানে তিনি বলেন, আইসিএলে খেলতে গেলে যে নিষেধাজ্ঞা পেতে হবে এমনটা তিনি জানতেন না।

[৩] নাফিসের ভাষ্য ছিল, ‘আমরা যখন আইসিএলে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, ঐ মুহূর্তে কোনো দেশের ক্রিকেট বোর্ডই আইসিএলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি। বাংলাদেশ, ভারত বা আইসিসি- কেউই এটিকে নিষিদ্ধ করেনি। হ্যাঁ আইসিসি এটাকে স্বীকৃতি দেয়নি, এটি তখন অস্বীকৃত একটি টুর্নামেন্ট ছিল।’

[৪] ‘এ জিনিসটা আমার মাথায় ছিল যে, নিষিদ্ধ টুর্নামেন্ট এবং অস্বীকৃত টুর্নামেন্টের মধ্যে পার্থক্য আছে। উদাহরণ হিসেবে বলা যায়, দেশে বিসিবির অধীনে হয় ঢাকা প্রিমিয়ার লিগ। এর বাইরে আমরা অনেক খ্যাপ খেলতে যাই বিভিন্ন বিভাগীয় শহরে। সেগুলো কিন্তু স্বীকৃত নয়। আবার নিষিদ্ধও নয়। তো যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিএলকে নিষিদ্ধ করেনি, তাই ক্যারিয়ার শেষ হয়ে যাবে বা বাংলাদেশ জাতীয় দলে আর খেলতে পারব না- এমন চিন্তা কখনও মাথায়ই আসেনি।’

[৫] সম্প্রতি ফেইসবুক পেজে এক লাইভে আসেন আশরাফুল। সেখানে উপস্থাপক তাকে, শাহরিয়ার নাফিসের এমন কথা বলা প্রসঙ্গে জানতে চান। আশরাফুল জানান এমন কথা সত্য নয়। বরং সব জেনেই আইসিএলে গিয়েছিলেন তারা।

[৬] সেকারণে কিন্তু সবাইকে বলা হয়েছিল যদি তোমরা যাও তবে কিন্তু আর বাংলাদেশ দলে খেলা হবেনা। তোমাকে এখানে বাদ দিয়েই কিন্তু যেতে হবে। রিটায়ারম্যান্ট লেটারও কিন্তু জমা দিতে হয়েছিল। তো তারা কিভাবে জানতোনা এই জিনিসটা আসলে আমি ক্লিয়ার না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়