শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিএল কান্ড নিয়ে নাফিস মিথ্যা বলেছে: আশরাফুল

নিজস্ব প্রতিবেদক : [২] কদিন আগে নিজের ফেসইবুক পেজে ‘আইসিএল দ্য আন্টোল্ড ট্রুথ শিরোনামে’ ভিডিও আপলোড করেন শাহরিয়ার নাফিস। যেখানে তিনি বলেন, আইসিএলে খেলতে গেলে যে নিষেধাজ্ঞা পেতে হবে এমনটা তিনি জানতেন না।

[৩] নাফিসের ভাষ্য ছিল, ‘আমরা যখন আইসিএলে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, ঐ মুহূর্তে কোনো দেশের ক্রিকেট বোর্ডই আইসিএলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি। বাংলাদেশ, ভারত বা আইসিসি- কেউই এটিকে নিষিদ্ধ করেনি। হ্যাঁ আইসিসি এটাকে স্বীকৃতি দেয়নি, এটি তখন অস্বীকৃত একটি টুর্নামেন্ট ছিল।’

[৪] ‘এ জিনিসটা আমার মাথায় ছিল যে, নিষিদ্ধ টুর্নামেন্ট এবং অস্বীকৃত টুর্নামেন্টের মধ্যে পার্থক্য আছে। উদাহরণ হিসেবে বলা যায়, দেশে বিসিবির অধীনে হয় ঢাকা প্রিমিয়ার লিগ। এর বাইরে আমরা অনেক খ্যাপ খেলতে যাই বিভিন্ন বিভাগীয় শহরে। সেগুলো কিন্তু স্বীকৃত নয়। আবার নিষিদ্ধও নয়। তো যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিএলকে নিষিদ্ধ করেনি, তাই ক্যারিয়ার শেষ হয়ে যাবে বা বাংলাদেশ জাতীয় দলে আর খেলতে পারব না- এমন চিন্তা কখনও মাথায়ই আসেনি।’

[৫] সম্প্রতি ফেইসবুক পেজে এক লাইভে আসেন আশরাফুল। সেখানে উপস্থাপক তাকে, শাহরিয়ার নাফিসের এমন কথা বলা প্রসঙ্গে জানতে চান। আশরাফুল জানান এমন কথা সত্য নয়। বরং সব জেনেই আইসিএলে গিয়েছিলেন তারা।

[৬] সেকারণে কিন্তু সবাইকে বলা হয়েছিল যদি তোমরা যাও তবে কিন্তু আর বাংলাদেশ দলে খেলা হবেনা। তোমাকে এখানে বাদ দিয়েই কিন্তু যেতে হবে। রিটায়ারম্যান্ট লেটারও কিন্তু জমা দিতে হয়েছিল। তো তারা কিভাবে জানতোনা এই জিনিসটা আসলে আমি ক্লিয়ার না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়