সুজন কৈরী : [২] গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল হেসেন রবিন (২৬) নামের একজন মাদক কারবারিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গাজীপুর জেলা কার্যালয়।
[৩] কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে রবিনকে আটক করা হয়। দার কাছ থেকে ১১০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৩১ হাজার ৫০০ টাকা এবং ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। হেরোইনের মূল্য প্রায় ১১ লাখ টাকা। রবিন রাজশাহী এলাকা থেকে লোক মারফত হেরোইনগুলো নিয়ে আসে। পরে তা গাজীপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে। বরিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
[৪] শামীম হোসেন আরও জানান, পৃথক অভিযান চালিয়ে কালিয়াকৈর এলাকা থেকে নাইম হোসেন (২৮) নামের একজনকে ৮০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধেও মামলা হয়েছে।