স্পোর্টস ডেস্ক: [২] ২০২০ সালে তিন ধাপে পাকিস্তান সফরের কথা ছিল বাংলাদেশের। যেখানে প্রথম দুই ধাপ শেষ করে। কিন্তু করোনাভাইরাসের আকস্মিক প্রাদুর্ভাবে শেষ ধাপের সফরটি স্থগিত করা হয়।
[৩] আর সেই স্থগিত হওয়া সফরটি আগামী বছর আবার আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
[৪] সূত্রটি জানিয়েছে, ‘বাংলাদেশের বিপক্ষে বাকি সিরিজের জন্য দুটি সম্ভাব্য সময় রয়েছে। এর আগে বিসিবির সঙ্গে পিসিবির কথা হয়েছে। আগামী বছর পিসিএলের ষষ্ঠ আসর শেষে এপ্রিল কিংবা অক্টোবরের দিকে টেস্ট এবং ওয়ানডে দল পাঠানোর কথা বলেছে তারা (বিসিবি)।’
[৫] প্রসঙ্গত, ২০২০’র পাকিস্তান সফরে প্রথম ধাপে তিনটি টি-টোয়েন্টি, দ্বিতীয় ধাপে একটি টেস্ট এবং তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের।-দ্য ডন