জোহরুল ইসলাম জোহির:[২] মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি-এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
[৩] রোববার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের পুকুরে প্রধান অতিথি হিসেবে এ মাছের পোনা অবমুক্তকরণ করেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
[৪] সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম,সহকারি সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহামুদুল হাসান সহ গণমাধ্যম কর্মীরা।পরে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলার মৎস্যচাষীদের মাঝে মৎস্য খাবার বিতরণ করা হয়।