শিরোনাম
◈ এনসিপিতে যেতে পদ নিয়ে দেনদরবারে মাহফুজ ও আসিফ, বিএনপি জোটের প্রার্থী হতে গণঅধিকারে যাওয়ার গুঞ্জন ◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ ঢাবি শিক্ষক জামাল উদ্দীনকে হেনস্তা ডাকসু নেতার, ধাওয়া করার ভিডিও ভাইরাল ◈ একাত্তর আমাদের শেকড় এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী বিভাগে একদিনে কোভিড শনাক্ত ২৩৮, সুস্থ ১৪৩

মঈন উদ্দীন : [২] রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন, বগুড়ায় ৪ জন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪৩ জন।

[৩] শনিবার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪২ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন এবং সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৬৩৭ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

[৪] ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নওগাঁর ৬৮ জন, নাটোরের ৩ জন, জয়পুরহাট ২ জন, বগুড়ায় ২৬ জন, সিরাজগঞ্জে ৩০ জন ও পাবনায় ৪ জন। তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৪৪৬ জন। এছাড়াও মহানগরীতে ২ হাজার ৪৯ জনসহ রাজশাহী জেলায় ২ হাজার ৬০৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৩২ জন, নওগাঁয় ৯১৯ জন, নাটোরে ৩৯১ জন, জয়পুরহাটে ৬৬১ জন, সিরাজগঞ্জে ১ হাজার ২৪৪ জন ও পাবনায় ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৫] তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৫৫ জন। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫ হাজার ৬৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে রাজশাহীর ৯৬৯, চাঁপাইনবাবগঞ্জে ১৫৩ জন, নওগাঁয় ৬৪৫ জন, নাটোরে ১৫২ জন, জয়পুরহাট ১৯৭ জন, বগুড়ায় ২ হাজার ৮৪৫ জন, সিরাজগঞ্জ ৩৫৩ জন ও পাবনায় ৩২৩ জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়