শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীর লোহার স্ক্র্যাপ চোর চক্রের ৫ সদস্যেকে গ্ৰেপ্তার

রাজু চৌধুরী : [২] সিএমপি আকবর শাহ থানাধীন টোল রোড এলাকায় চলাচলকারী ট্রাকের স্ক্র্যাপ এবং যন্ত্রাংশ চোরাই চক্রের পাঁচ সদস্যেকে গ্ৰেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

[৩] শুক্রবার গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে এবং গ্রেফতারকৃতরা হলো- ১) মোঃ সোহেল রানা (১৯), পিতা-মোঃ শাহ আলম, মাতা-সুফিয়া বেগম, পশ্চিম ফিরোজশাহ, ঈদগাহ মাঠের এর পিছনের বিল্ডিং, সুরমার কলোনী, রুম নং-১১, থানা-আকবরশাহ, ২) মোঃ সুমন প্রকাশ রফিকুল ইসলাম (২২), (০৮নং গাড়ির হেলপার), পিতা-মৃত ইসহাক, মাতা-রুনা বেগম, সাং-নড়ালিয়া, পোঃ সীতাকুন্ড, থানা-সীতাকুন্ড, ৩) মোঃ ইয়াছিন প্রকাশ আকাশ (১৯), পিতা-মোঃ সেলিম, মাতা-আনোয়ারা বেগম, আজম নগর, হাজির কলোনী, ১নং রুম, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম ৪) এ আর একরামুল হক (৪৫), পিতা-মৃত হাফেজ মাহম্মদ সওদাগর, মাতা- মৃত মাছুমা খাতুন, সাং-কৈবল্যধাম, মালিপাড়া, এ আর একরামুল হকের বাড়ী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ৫) মোঃ গফুর (৫০), পিতা-মৃত শফিক, মাতা-মৃত ছান্দুমনি বেগম, গোলাফী শাহ মাজারের পাশে, বি-ব্লক, থানা-আকবরশাহ,

[৪] এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ আরিফ হোসেন বলেন,"গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এরা টোলরোডে চলাচলকারী চলন্ত ট্রাক থেকে স্ক্রাপ ও লোহার যন্ত্রাংশ চুরি করে। চোর চক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এসব চোরাই মালের ক্রেতা ও চোরাই মাল নিজ হেফাজতে রাখার দায়ে আরও দুই জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি চেন, ১টি স্প্রিং, ৩টি চাবি ও ১১০ কেজি স্ক্রাব উদ্ধার করা হয়। ২৫ জুলাই এই ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে সক্রিয় চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়