শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীর লোহার স্ক্র্যাপ চোর চক্রের ৫ সদস্যেকে গ্ৰেপ্তার

রাজু চৌধুরী : [২] সিএমপি আকবর শাহ থানাধীন টোল রোড এলাকায় চলাচলকারী ট্রাকের স্ক্র্যাপ এবং যন্ত্রাংশ চোরাই চক্রের পাঁচ সদস্যেকে গ্ৰেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

[৩] শুক্রবার গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে এবং গ্রেফতারকৃতরা হলো- ১) মোঃ সোহেল রানা (১৯), পিতা-মোঃ শাহ আলম, মাতা-সুফিয়া বেগম, পশ্চিম ফিরোজশাহ, ঈদগাহ মাঠের এর পিছনের বিল্ডিং, সুরমার কলোনী, রুম নং-১১, থানা-আকবরশাহ, ২) মোঃ সুমন প্রকাশ রফিকুল ইসলাম (২২), (০৮নং গাড়ির হেলপার), পিতা-মৃত ইসহাক, মাতা-রুনা বেগম, সাং-নড়ালিয়া, পোঃ সীতাকুন্ড, থানা-সীতাকুন্ড, ৩) মোঃ ইয়াছিন প্রকাশ আকাশ (১৯), পিতা-মোঃ সেলিম, মাতা-আনোয়ারা বেগম, আজম নগর, হাজির কলোনী, ১নং রুম, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম ৪) এ আর একরামুল হক (৪৫), পিতা-মৃত হাফেজ মাহম্মদ সওদাগর, মাতা- মৃত মাছুমা খাতুন, সাং-কৈবল্যধাম, মালিপাড়া, এ আর একরামুল হকের বাড়ী, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, ৫) মোঃ গফুর (৫০), পিতা-মৃত শফিক, মাতা-মৃত ছান্দুমনি বেগম, গোলাফী শাহ মাজারের পাশে, বি-ব্লক, থানা-আকবরশাহ,

[৪] এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ আরিফ হোসেন বলেন,"গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এরা টোলরোডে চলাচলকারী চলন্ত ট্রাক থেকে স্ক্রাপ ও লোহার যন্ত্রাংশ চুরি করে। চোর চক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে এসব চোরাই মালের ক্রেতা ও চোরাই মাল নিজ হেফাজতে রাখার দায়ে আরও দুই জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি চেন, ১টি স্প্রিং, ৩টি চাবি ও ১১০ কেজি স্ক্রাব উদ্ধার করা হয়। ২৫ জুলাই এই ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে সক্রিয় চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়