শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরীর স্বল্পতার কারণে পারাপার ব্যাহত,  আটকা পড়েছে ৬ শতাধিক গাড়ী

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি:[২] ফেরীর স্বল্পতার পাশাপাশি পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ফেরী পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে।

[৩] এছাড়া আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে পশু বোঝাই ট্রাক ও ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ায় ঘাটে গাড়ীর চাপ বৃদ্ধি পেয়েছে। এসব কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট অনেকটা স্থায়ী রূপ পেয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত মহাসড়কে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি ঘাটের চাপ কমাতে আহলাদীপুর হাইওয়ে পুলিশ গোয়ালন্দ মোড় এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে।

[৪] দৌলতদিয়া ঘাটে এসে দীর্ঘ সময় আটকে থাকা ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১১-০৫৩৫) চালক জাবেদ আলী বলেন, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনো ফেরীর নাগাল পাইনি। সিরিয়ালে অপেক্ষা করছি। কখন ফেরীতে উঠতে পারবো জানি না।

[৫] বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুলাহ রনি জানান, বর্তমানে এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ১৩টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোতের কারণে সন্ধ্যা-মালতী নামের একটি ছোট ফেরী চালানো যাচ্ছে না। এছাড়া এ রুটের আরও কয়েকটি ফেরী ডকইয়ার্ডে মেরামতের জন্য রয়েছে। কোরবানীর পশু বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার করার কারণে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো পার হতে সময় লাগছে। এর পাশাপাশি তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পারাপারে অনেক বেশী সময় লাগায় ওই রুটের অনেক যানবাহন এই দিয়ে পারাপার হচ্ছে। এ জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট হচ্ছে।

[৬] দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল বলেন, ঈদকে সামনে রেখে ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে আমরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়