লিহান লিমা: [২] ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে সহিংতা মোকাবেলায় আমি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সৈন্য পাঠাচ্ছি। তারা স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষের সঙ্গে মিলে শান্তি ফিরিয়ে আনবে। সিএনএন
[৩] ট্রাম্প বলেন, আমি শহরগুলোতে ৫০ হাজার থেকে ৬০ হাজার সদস্য পাঠাতে প্রস্তুত। কিন্তু তাৎক্ষণিক এই সংস্থা ৭৫ হাজারে নিয়ে যান ট্রাম্প। বলেন, স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য এই সংখ্যক সদস্য প্রয়োজন।
[৪] যদিও ওরেগনসহ অনেক অঙ্গরাজ্যই ট্রাম্পের এই সেনা মোতায়েনের বিরোধিতা করছে। তারা বলছেন, ‘এটি অসাংবিধানিক।’ নিরাপত্তা বাহিনীর ওপর ছদ্মবেশে রাজ্যগুলোতে ঘুরে বেড়ানো এবং বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পোর্টল্যান্ডে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, পেপার স্প্রে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কেন্দ্রীয় বাহিনী।
[৫] গত ২৫ মে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার পর ৫৭তম দিনের মতো যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ও পুলিশি নিপীড়ন বিরোধী বিক্ষোভ চলছে।
[৬] ট্রাম্প ডেমোক্রেট শাসিত শহরগুলোতে সৈন্য পাঠানোর ঘোষণা দিয়ে বলেছেন, তারা সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না। সম্পাদনা: ইকবাল খান