শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৬:৪৫ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সব থেকে নৃশংস সিরিয়াল কিলার?

তন্নীমা আক্তার : এক-দুজন নয়। ৮৪ জন মহিলাকে খুন করেছেন তিনি। কাউকে হাতুডি়র আঘাতে। কাউকে ছুরি দিয়ে। কাউকে আবার কুঠার দিয়ে কুপিয়ে। আবার কাউকে প্রাণে মেরেছেন শ্বাস রোধ করে। বিশ্বের সব থেকে নৃশংস এই সিরিয়াল কিলারের নাম মিখাইল পোপকভ।

রাশিয়ার প্রাক্তন পুলিশকর্মী মিখাইল ১৮ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের ধর্ষণ করে খুন করত। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে রয়েছে তার হাড়হিম করে দেওয়া স্বীকারোক্তি। কেন, কবে, কীভাবে সে মহিলাদের নৃশংসভাবে খুন করেছে তার বর্ণনা সে নিজেই দিয়েছে।

১৯৯২ থেকে ২০১০ পর্যন্ত ৮৪ জন মহিলাকে হত্যা করেছে মিখাইল। আপাতত পুলিশের হিসাব তাই বলছে। যদিও এই নৃশংস সিরিয়াল কিলার নিজে ৮১ জনকে খুনের কথা স্বীকার করেছে।

মিখাইলের হত্যাকাণ্ডের তদন্তে নামা অফিসার এবচের্জেবস্কি সন্দেহ করছেন, এখনও পর্যন্ত মিখাইল অন্তত ২০০ জনকে হত্যা করেছে। মিখাইলকে জেরা করার পর পুলিশ আরও অনেক তথ্য পেয়েছে। তবে জেরার মুখেও মিখাইল মোট কতজনকে সে খুন করেছে তা জানাতে অস্বীকার করেছে।

২০১৫ সালে মিখাইলের উপর ২২ জন মহিলাকে খুনের অভিযোগ ছিল। কিন্তু পরে সে আরও ৫৯ জন মহিলাকে হত্যার কথা স্বীকার করে। এর মধ্যে একজন পুলিশকর্মীও ছিলেন। তবে পুলিস তিনটি খুনে এখনও কোনও প্রমাণ পায়নি। মিখাইলই কি তবে বিশ্বের সব থেকে নৃশংস সিরিয়াল কিলার! অনেকেই বলছেন, হ্যাঁ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়