মনিরুজ্জামামান সুমন: [২] চুয়াডাঙ্গায় কোভিট-১৯ উপর্সগ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে আবার নতুন করে ২৪ জনের কোভিড শনাক্ত হয়ছেনে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৭০ জন। এরমধ্যে সুস্থ হয়ছেনে ২৫০ জন ও মারা গছেনে ৬ জন।
[৩] বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল র্সাজন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করছেনে। তিনি জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলজে হাসপাতালরে পিসিআর ল্যাব থকে ৮৫ জনরে নমুনার প্রতবিদেন পাওয়া গছে।
[৪] এর মধ্যে ২৪ জন কোভিড শনাক্ত হয়ছেনে। নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজলোর ১৭ জন, দামুড়হুদা উপজলোর ৪ জন ও আলমডাঙ্গা উপজলোর ৩ জন রয়ছেনে। এদরে মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৩ জন নারী। তিিন আরও জানান, র্বতমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালরে আইসোলশেন ওর্য়াডে ৪৭ জন ও ১৪১ জন হোম আইসোলশেনে থেকে চিকিৎিসা নিচ্ছেন। সম্পাদনা: সাদেক আলী