শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব দুর্যোগ মোকাবেলা করে খাদ্য স্বয়ংসম্পূর্নতা ধরে রেখেছে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, করোনা মহামারিতে সারাদেশের মানুষ একটা সংকটের মধ্যে যাচ্ছে। নানাভাবে মানুষ অর্থনৈতিক, সামাজিকভাবে বিপর্যস্ত। এরইমধ্যে দেশে বন্যার ভয়বহতা বৃদ্ধি পাচ্ছে। বন্যার ভয়াবহতায় যাতে কৃষিখাত ক্ষতিগ্রস্ত না হয় তই গতকাল আমরা বন্যাক্রান্ত প্রায় ৩৩টা জেলার কৃষি বিষয়ক কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে আলোচনা, পর্যালোচনা করেছি, দিক নির্দেশনা দিয়েছি।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সংকটে জাতির উদ্দ্যেশে যতগুলো ভাষণ দিয়েছেন। ভিডিও কনফারেন্স করেছেন প্রতিটি জায়গায় তিনি কৃষিতে স্বাস্থ্যের পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন ‘এক ইঞ্চি জমি ও খালি রাখা যাবে না। যে পরিস্থিতি, যে ভয়াবহতা এখন কোনো ভাবেই খাদ্য সংকট রাখা যাবে না।’ এটা বিবেচনায় নিয়ে সর্বোচ্চভাবে চেষ্টা করেছি। তিনি আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনকে কাজ করতে নির্দেশ দেন।

[৪] গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনার ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর দ্বাদশ পর্বে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।

[৫] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য ড. এম এ সাত্তার মণ্ডল বলেন, এতোকিছুর মধ্যেও ভালো খবর হলো কৃষিতে উৎপাদন ব্যবস্থাতে লক্ষণীয় পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনটা হলো এক কোটি ৬৫ লাখ কৃষক পরিবার যে ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গিকে চাষাবাদ করতো সেটা এখনো আক্ষরিক অর্থে আছে। কিন্তু কার্যত একটি ঘটনা ঘটে গেছে। যা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা বাণিজ্যিক কৃষির সঙ্গে খুব সংগতিপূর্ণ।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী । সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়