মিনহাজুল আবেদীন : [২] পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জাপান তাদের দেশে ভ্রমণে কড়াকড়ি ৩১ শে আগস্ট পর্যন্ত বর্ধিত করেছে। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ১২৬ টি দেশের জন্য প্রযোজ্য হবে। জাগোনিউজ
[৩] তিনি বলেন, আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা দেশগুলোর আস্থা ফিরিয়ে আনার অন্যতম পদক্ষেপ হিসেবে। আমরা বহির্গমণ ইচ্ছুক যাত্রীদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছি। ইউএনবি
[৪] জানা গেছে, সরকার অনুমোদিত কিছু হাসপাতাল থেকে কোভিড পরীক্ষার যথার্থতা না থাকা এসব ভুয়া সনদপত্র দেওয়ার ব্যাপারটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে ইতালি থেকে ১৫৩ জন বাংলাদেশি যাত্রীবাহী একটি বিমান ফেরত পাঠানো হয়েছে। ইনকিলাব