শিরোনাম
◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারহত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুরির ঘটনায় সেই যুবলীগ নেতার নামে মামলা, তদন্ত কমিটি গঠন

ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি : [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কড়িচালা এলাকার ৭ নং ওয়ার্ডে যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে চুরি করে খাসি জবাইয়ের ঘটনায় গত শনিবার (১৯) জুলাই রাতে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

[৩] এ ঘটনায় উপজেলার যুবলীগ সভাপতির নিদের্শে ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুই জনকে প্রধান করে ৭সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।

[৪] ওই ঘটনায় কৃষক নূরুল ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা রফিকুলের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] ফুলবাড়িয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম বলেন, একটি কুচক্রমহল আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি এসব কাজের সাথে জড়িত না।

[৬] ফুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার বলেন, আমাকেসহ সাত সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করে দিয়েছে, তাঁর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] কালিয়াকৈর উপজেলার যুবলীগের সভাপতি মো.হিরু মিয়া জানান, খাসি চুরির ঘটনায় ইউনিয়ন যুবলীগকে ৭সদস্য তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৮] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার জাহান জানান, চুরি করে খাসি জবাই করার ঘটনায় ওই যুবলীগ নেতার নামে মামলা হয়েছে। তবে সে পলাতক রয়েছে। তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে।

[৯] উল্লেখ্য, উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল চুর গত শুক্রবার (১৭) জুলাই রাতে কড়িচলা এলাকায় নুরুল ইসলামের খাসি তাদের বাড়িতেই জবাই করে নিয়ে যান। নুরুল ইসলামের লোকজন বাড়ি তালা দিয়ে পাশের গ্রামে যান। পরে বাড়িতে এসে দেখে বারান্দার সামনে রক্ত এবং ঘরের দরজা খোলা। ঘরের ভিতর যেয়ে দেখে তাদের খাসি নেই। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। খাসির রক্ত দেখে মালেক নামে এক ব্যাক্তির বাড়ি তল্লাশী করে খাসির মাংস রান্না করা দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মালেক ও তাইজুদ্দিনকে আটক করে। এদিকে ঘটনার প্রতিবাদে (১৮) জুলাই শনিবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়