শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুরির ঘটনায় সেই যুবলীগ নেতার নামে মামলা, তদন্ত কমিটি গঠন

ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি : [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কড়িচালা এলাকার ৭ নং ওয়ার্ডে যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে চুরি করে খাসি জবাইয়ের ঘটনায় গত শনিবার (১৯) জুলাই রাতে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

[৩] এ ঘটনায় উপজেলার যুবলীগ সভাপতির নিদের্শে ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুই জনকে প্রধান করে ৭সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।

[৪] ওই ঘটনায় কৃষক নূরুল ইসলাম বাদী হয়ে যুবলীগ নেতা রফিকুলের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] ফুলবাড়িয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম বলেন, একটি কুচক্রমহল আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি এসব কাজের সাথে জড়িত না।

[৬] ফুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার বলেন, আমাকেসহ সাত সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করে দিয়েছে, তাঁর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] কালিয়াকৈর উপজেলার যুবলীগের সভাপতি মো.হিরু মিয়া জানান, খাসি চুরির ঘটনায় ইউনিয়ন যুবলীগকে ৭সদস্য তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৮] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার জাহান জানান, চুরি করে খাসি জবাই করার ঘটনায় ওই যুবলীগ নেতার নামে মামলা হয়েছে। তবে সে পলাতক রয়েছে। তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে।

[৯] উল্লেখ্য, উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল চুর গত শুক্রবার (১৭) জুলাই রাতে কড়িচলা এলাকায় নুরুল ইসলামের খাসি তাদের বাড়িতেই জবাই করে নিয়ে যান। নুরুল ইসলামের লোকজন বাড়ি তালা দিয়ে পাশের গ্রামে যান। পরে বাড়িতে এসে দেখে বারান্দার সামনে রক্ত এবং ঘরের দরজা খোলা। ঘরের ভিতর যেয়ে দেখে তাদের খাসি নেই। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। খাসির রক্ত দেখে মালেক নামে এক ব্যাক্তির বাড়ি তল্লাশী করে খাসির মাংস রান্না করা দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মালেক ও তাইজুদ্দিনকে আটক করে। এদিকে ঘটনার প্রতিবাদে (১৮) জুলাই শনিবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়