ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি : [২] সংযুক্ত আরব আমিরাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সাথে গত ২০ জুলাই সোমবার সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি'র নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাত এবং শুভেচ্ছা বিনিময় করেন।
[৩] এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় ও আগামীর সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা হয়। সাম্প্রতিক মহামারী করোনা কালীন পরিস্থিতি এবং ইউএইতে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের বিমান বাংলাদেশ এর ফ্লাইট জটিলতার প্রসঙ্গও এতে উঠে আসে।
[৪] এতে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুগ্ন-সম্পাদক শেখ কামরুল হক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের ,আমিরাত কেন্দ্রীয় যুবলীগের সভাপতি রফিকুল হক, আবুধাবী যুবলীগের সভাপতি জাগির হোসেন জসিম , সাধারণ সম্পাদক মাহাবুব খন্দকার , দিদারুল হক, বাবলু সহ আরো অনেকে। সম্পাদনা : হ্যাপি