শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতে ফোসকা ফেলে বাড়ি ফিরতে হয়েছে ইমরুলকে

রাহুল রাজ : [২] করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই ছিলেন গৃহবন্ধী। মাঝে বাবাকে হারিয়েছেন তিনি। সব মিলিয়ে ক্রিকেট থেকে অনেকটা সময় দূরেই ছিলেন ইমরুল কায়েস। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি মিলতেই সুযোগটা কাজে লাগাচ্ছেন এই ব্যাটসমান।

[৩] সোমবারই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করলেন ইমরুল কায়েস। যদিও শ্রাবণের বৃষ্টিতে সমস্যাও খোলা আকাশের নিচে রানিং সেশন করতে পারেননি তিনি। সবগুলো সেশন শেষ করলেন ইনডোরে। আর চার মাস পর ব্যাট হাতে অনুশীলন করতে গিয়ে হাতে ফোসকা ফেলে দেন কায়েস।

[৪] আজ প্রথমবার অনুশীলনের পর ইমরুল বলেন, “প্রথম দিনটা ভালোই গেছে। কিন্তু হাতে ফোসকা পড়ে গেছে। তিন-চার মাস পর ব্যাটিং করলাম, কিন্তু বেশিক্ষণ করতে পারলাম না। হাতে ফোসকা পড়ে যাওয়াও দুই-একদিন পর হয়তো ব্যাটিং করতে হবে। তবে অবস্থা ভালো হলে কালও করব ব্যাটিং, দেখা যাক। খুব বেশি ফোসকা না পড়লেও হাতে ব্যথা লাগছিল। এ কারণে আর করিনি।”

[৫] “এতদিন পর ব্যাট ধরে ইমরুলের মনে হচ্ছে ব্যাটিংয়ে ছন্দ পেতে সময় লাগবে, মানিয়ে নিতে একটু সমস্যাও হবে। ইমরুল বলেন, ‘মানিতে নিতে অবশ্যই সময় লাগবে। এটা স্বাভাবিক ব্যাপার। বডি মুভমেন্ট, ফুটওয়ার্ক; এসব ঠিক হতে সময় লাগে। এক সপ্তাহ অনুশীলন না করলেই বল দেখতে সমস্যা হয়। সেখানে চার মাস কিছু করিনি। এটা তো অবশ্যই সমস্যা।” যোগ করেন এই বাঁহাতি ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়