শিরোনাম
◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া? ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে!

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে আবার সুযোগ পেতে চাই: আশরাফুল

ডেস্ক রিপোর্ট : করোনার কারণে দীর্ঘ চার মাস মাঠের বাইরে থাকায় ফিটনেসে মরিচা ধরেছে অনেক ক্রিকেটারের। তবে, সবাই পেশাদার ক্রিকেটার হওয়ায় ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগবে না। এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।সময়টিভি

ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে প্রিমিয়ার লিগ ক্রিকেট। ২০১৮ সালের মত এবারো লিগে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেয়ার আশা বাঁচিয়ে রাখতে চান টাইগারদের সাবেক এই অধিনায়ক।

দীর্ঘ চার মাস পর অনুশীলনের সুযোগ মিলেছে ক্রিকেটারদের। স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করেছেন টাইগাররা। করোনাকালীন সময়ে ফিটনেস ঠিক রাখতে বাড়িতে চেষ্টা চালিয়ে গেছেন সবাই। তারপরও মাঠের ঘাটতিটা রয়েই গেছে। প্রথম দিনের অনুশীলন শেষে ফিটনেসে মরচে পড়াটা টের পেয়েছেন অনেকেই।

তবে, এ নিয়ে হতাশার কিছু নেই। পেশাদার ক্রিকেটার হওয়ায় দ্রুতই সব সমস্যা কাটিয়ে ওঠা যাবে। এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তিনি বলেন, এই চার মাস বাড়িতে সবাই টুকটাক কাজ করেছি। তিন চার সপ্তাহের মধ্যেই স্কিল ফিরে আসবে সবার।

করোনার কারণে এ বছরের টি টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে না এটা প্রায় নিশ্চিত। বাকি আছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা। করোনায় প্রস্তুতি নেয়ার সুযোগ পায়নি বেশিরভাগ দল। তাই বিশ্বকাপ না হলে তা ইতিবাচক হিসেবেই দেখছেন আশরাফুল।

তিনি আরো বলেন, বিশ্বকাপ খেলার প্রস্তুতিতে হিসেবে তিন চার মাস সময় লাগেই। কিছুটা পিছিয়ে দিলে ভালো হয়।

অন্যসব খেলার সঙ্গে করোনায় বন্ধ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। ঈদের পর মাঠে গড়ানোর কথা ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই আসর। ২০১৮ সালে ঘরোয়া ক্রিকেটে ৫ সেঞ্চুরি এখনও আন্দোলিত করে আশারাফুলকে। এবারো সে পারফরমেন্সের পুনরাবৃত্তি চান তিনি।

আশরাফুল বলেন, আবার শুরু করার ইচ্ছা আছে। শেখ জামালের হয়ে ভালো কিছু করার চেষ্টা করবো। ভালো খেলে বাংলাদেশ দলে আবার সুযোগ পেতে চাই।

ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে আশা বাঁচিয়ে রাখতে চান আবারো জাতীয় দলে জায়গা করে নেয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়