শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে ধৃত চোর ছিনতাই ও লুটপাট

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি: [২] গোপালগঞ্জে একটি ডিসট্রিবিউশন হাউজ থেকে ধৃত দুই চোরকে ছিনিয়ে নেয়া, লুটপাট, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এক চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ শহরতলীর হরিদাসপুর এলাকার কোকাকোলা ডিসট্রিউশন হাউজে।

[৩] ডিসট্রিউবিশন হাউজের সত্বাধিকারী তানভির হোসেন জানান, আমাদের হাউজের পিছনে একটি হাঁসের খামার রয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই খামার থেকে ৩ চোর হাঁস চুরি করার সময় মাঠে গরু চরাতে যাওয়া মোশারফ শেখ দেখে ফেলেন। তখন তিনি শোর চিৎকার দিলে আমরা গিয়ে পিয়াল শেখ নামের এক চোরকে ধরে ফেলি। বাকী দুইজন লাবু শেখ ও রাব্বি শেখ পালিয়ে যাওয়ার সময় হরিদাসপুর ব্রীজের পাশে বাড়ির লোকজন পাকড়াও করে। ওই দুই চোরকে ডিসট্রিউবিশন হাউজের নিয়ে আসছিল। পথিমধ্যে তাদের আত্মীয় নয়ন, শাহিদুল, কবির ও আলমসহ বেশ কয়েকজন হামলা চালিয়ে লাবু ও রাব্বিকে ছিনিয়ে নিয়ে যায়।

[৪] তার কিছুক্ষণ পর চোরদের বংশিয় ১৫/২০ জন আমাদের ডিসট্রিউবিশন হাউজে ঢুকে আমার বড় ভাই লুৎফর রহমানকে বেধড়ক মারপিট করে। এসময় হামলাকারীরা ক্যাশে থাকা প্রায় ১লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও একটি মোটরসাইকেল ও মালামাল ভাংচুর করে। তবে ধৃত চোর পিয়ালকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। পিয়ালকে আমরা পুলিশে সোপর্দ করেছি। মামলার প্রস্তুতি চলছে। হামলা ও মারপিটের পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে রেকর্ড আছে বলেও জানান তিনি।

[৫] ধৃত পিয়াল হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের হিরু শেখ, লাবু একই গ্রামের মুরাদ শেখ ও রাব্বি তোরাব শেখের ছেলে।

[৬] গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, একজন হাঁস চোরকে ধরে তারা পুলিশে সোপর্দ করেছে। ছিনতাই, হামলা ও ভাংচুরের বিষয় আমাকে জানায়নি। তবে অভিযোগ পেলে মামলা নেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়