[১] ২৪০০ পিস ইয়াবা ও ০১ টি ট্রাক সহ ০১ জনকে গ্রেফতার
রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ২৪০০ পিস ইয়াবা ও ০১ টি ট্রাক সহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
[৩] শুক্রবার ১৭ জুলাই সিএমপি সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন খান এর নেতৃত্বে ১৫নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ মোঃ আরিফ (৩০) কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।