শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দুই মেরুতে দুই জোট ◈ আর্জেন্টিনার গোলরক্ষ‌কের বাড়িতে আগুন ও বিস্ফোরণ ◈ ‌টেস্ট ক্রিকে‌টে সাকিব আল হাসান‌কে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল ◈ ডিসি বদলির ঝড়: নির্বাচন সামনে রেখে প্রশাসনে তীব্র টানাপোড়েন ◈ তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান: অস্ট্রেলিয়ান পার্লামেন্টে মোশন ◈ পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন—রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান ইইউর ◈ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: সার্বিক প্রস্তুতি সম্পন্ন—স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ২১ ট্রিলিয়ন টাকার ঋণ: রাজস্ব ঘাটতি ও বড় প্রকল্পে চাপ বাড়ছে ◈ আমাদের ওপর দাদাগিরি বন্ধ করেন: ভারত সরকারকে মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের সঙ্গে ৪০ হাজার কোটি ডলারের কৌশলগত চুক্তি করেছে চীন

আসিফুজ্জামান পৃথিল : [৪] ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ইরান সফরের সময় ২৫ বছরের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি নিয়ে দুই সরকারের মধ্যে প্রথম প্রাথমিক একটি বোঝাপড়া হয়। তবে এটি অতি সম্প্রতি চূড়ান্ত হয় ।
এশিয়া টাইমস।

[৫] কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউ আব চায়নার অধ্যাপক ড. মাহমুদ আলী বলেন, ইরানকে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মধ্যে শক্তভাবে আনার জন্য চীন অনেকদিন ধরেই চেষ্টা করছে। নিউ ইয়র্ক টাইমস।

[৬] ইতোমধ্যেই অবশ্য চীন ও ইরানের মধ্যে সরাসরি রেল লিংক রয়েছে। এই রেল রুট নতুন সিল্ক রোড নামে পরিচিত যা জিনজিয়াং থেকে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিস্তানকে যুক্ত করে তেহরান পর্যন্ত ২৩০০ কিলোমিটার দীর্ঘ। বিবিসি।

[৭] বিভিন্ন সূত্রে প্রকাশিত খবরে জানা গেছে, ইরানের তেল-গ্যাস, ব্যাংকিং, টেলিকম, বন্দর উন্নয়ন, রেলওয়ে উন্নয়ন এবং আরো কয়েক ডজন খানেক গুরুত্বপূর্ণ খাতে চীন ব্যাপক বিনিয়োগ করবে। এই বিনিয়োগের পরিমাণ আগামী ২৫ বছরে কমপক্ষে ৪০ হাজার কোটি ডলারের সমপরিমাণ হতে পারে।

[৮] মিডল-ইস্ট আই এর একটি রিপোর্টে লেখা হয়েছে, চুক্তির আওতায় চীন তাদের বিনিয়োগের সুরক্ষায় ওই সংখ্যক সৈন্য মোতায়েন করতে পারবে।

[৯] বিনিয়োগের বদলে জ্বালানি কেনার ক্ষেত্রে চীনকে অনেক ছাড় দেবে ইরান। বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে তেল-গ্যাস পাবে চীন এবং চীনা মুদ্রায় দেয়া সেই দাম পরিশোধ করতে পারবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়