শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে পানি বাড়ছে সেই সাথে বাড়ছে দুর্ভোগ

আরমান কবীর: [২] টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নিচু এলাকা এবং চরাঞ্চল তলিয়ে গেছে। ইতোমধ্যে বহু বাড়ি-ঘর এমনকি প্রধান সড়কও পানিতে তলিয়ে গেছে। বর্তমানে জেলায় পানি বন্দী কয়েক হাজার পরিবার।

[২] জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, ভূঞাপুর, কালিহাতী ও সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ভ‚ঞাপুর পৌরসভার একাংশ বন্যা কবলিত হয়েছে।বর্তমানে জেলার ২১ হাজার ১৭৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

[৩] পানিবন্দি এসব এলাকার লোকজন মানবেতর জীবনযাপন করছেন। তীব্র স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর জমির আউশ ধান, পাট, তিল আর সবজি। ভেসে গেছে পুকুরের মাছ। নদী তীরবর্তী এলাকার মানুষ ভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছে। বন্যাকবলিত গ্রামগুলোর বেশির ভাগই যমুনার চরাঞ্চলে।

[৪] টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সুত্র জানান, বৃহস্পতিবার টাঙ্গাইলে যমুনা নদীর পানি ভুয়াপুরে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।নেপাল ও ভারতে অতিবৃষ্টি এবং বন্যার পানি ব্রহ্মপুত্র-যমুনা নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই বন্যা পরিস্থিতি তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়