স্বপন দেব : [২] মৌলভীবাজারের বড়লেখায় দেড় কেজি গাঁজাসহ নূর উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। নূর উদ্দিন বড়লেখা উপজেলার গজবাগ এলাকার মকদ্দছ আলীর ছেলে।
[৩] পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার ওসি মো. ইয়াছিনুল হকের নির্দেশে থানার এসআই মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ দক্ষিণভাগ এলাকায় অভিযান চালায়। সে সময় নূর উদ্দিনকে আটক করতে সক্ষম হয়েছে। কিন্তু তার সহযোগী শাহাব উদ্দিন পালিয়ে যায়। পরে পুলিশ নূর উদ্দিনের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করে।
[৪] বড়লেখা থানার এসআই মো. শরীফ উদ্দিন গাঁজাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ী শাহাব উদ্দিন পালিয়েছে। এই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার নূর উদ্দিনকে আদালতে নেয়া হয়েছে। পলাতক আসামি শাহাব উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলিয়ে যাচ্ছে। সম্পাদনা: সাদেক আলী