শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাখ টাকার গরুর চামড়া তিনশ’ টাকা, ক্ষতিগ্রস্ত সকল কওমি মাদ্রাসা

শরীফ শাওন : [২] ওলামা পরিষদের মহাসচিব মাওলানা সাইফুল্লাহ বলেন, এসকল মাদ্রাসার প্রধান আয়ের উৎস কোরবানির ঈদের পশু, বিশেষ করে গরুর চামড়া থেকে। চামড়ার দাম ৩ হাজার থেকে কমে দুই থেকে তিনশত টাকা হওয়ায় বিভিন্ন ব্যয় বহনে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, সারাদেশে এসকল মাদ্রাসায় লাখ লাখ এতিম, গরিব, অসহায় শিক্ষার্থীদের থাকা, খাওয়া ও প্রয়োজনীয় চিকিৎসার বিনামূল্যে ব্যবস্থা করে থাকে।

[৩] গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয় ওলামা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরিকল্পিতভাবে চামড়া শিল্প ধ্বংস করা হচ্ছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামণা করেন।

[৪] মাওলানা সাইফুল্লাহ বলেন, রপ্তানিখাতে তৃতীয় অবস্থানে রয়েছে চামড়া শিল্প, যা গতবছর মারাত্মক বিপর্যয়ে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোন মাথাব্যথা নেই।

[৫] সংগঠনের বক্তারা বলেন, ২০১৩ সালে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ৮৫ থেকে ৯০ টাকা। ২০১৪ সালে মুল্য দাঁড়ায় ৭০ থেকে ৭৫ টাকা। ২০১৫ ও ২০১৬ সালে ৫০ থেকে ৫৫ টাকা, ২০১৭ সালে ৪০ টাকা এবং সর্বশেষ ২০১৯ সালে মূল্য কমে দাঁড়ায় মাত্র ৩০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়