বাশার নূরু: [২] চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
[৩] বুধবার দুপুরের গণমাধ্যমকে এ অভিমত জানান তিনি।
[৪] তিনি বলেন, উত্তরার পরে মিরপুরে আলিশান ভবন তৈরি করে ভুয়া হাসপাতাল বানিয়ে চিকিৎসার নামে মানুষের জীবন ঝুঁকিতে ফেলে যারা প্রতারণা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। রিজেন্ট হাসপাতালের মালিক গ্রেফতার সাহেদের এমন শাস্তি হওয়া উচিত, যেন সে শাস্তি দেখে ভবিষ্যতে আর কোনো মানুষ চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।