শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতির ঘোষণা স্থগিত

ডেস্ক রিপোর্ট : [২] স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের আশ্বাসে লাগাতার কর্মবিরতির ঘোষণা স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ)।

মঙ্গলবার সংগঠনের সভাপতি মো. আলমাছ আলী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

[৩] সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রোববার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অফিসকক্ষে তার সভাপতিত্বে অধিদফরের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিএমটিএ কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বিএমটিএ পেশকৃত দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় নেতৃবৃন্দ তাদের পেশকৃত দাবী সমুহ যৌক্তিক এবং বাস্তবায়ন যোগ্য বলে মনে করেন। মহাপরিচালক করোনা ও সাধারণ রোগীর সুচিকিৎসা সেবা নিশ্চিতে অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্টদের দাবীসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

[৪] দেশের করোনা মহামারী এবং অধিকাংশ জেলায় বন্যা দেখা দেয়ায় দুর্গত মানুষের চিকিৎসা সেবাদান বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে বিএমটিএর ঘোষিত কর্মসূচি স্থগিতের আহ্বান জানান।

নেতৃবৃন্দ মহাপরিচালকের দাবী বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে তাদের ঘোষিত বুধবারের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।

[৫] বিএমটিএ'র নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যৌক্তিক সময়ের মধ্যে তাদের দাবী সমূহ বাস্তবায়িত হবে, অন্যথায় ঘোষিত কর্মসূচি পরবর্তীতে পালিত হবে।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়